শ্রীবাড়ি মাইন অপারেশন, সিলেট
শ্রীবাড়ি চা বাগানটি বাহুবল থানায় অবস্থিত। বাগানটির উত্তরে অবস্থিত পার্কুল চা বাগান। এর উত্তরে দারাগাঁও চা বাগান। দারাগাঁও চা বাগান সংলগ্ন রশিদপুর চা বাগান। রশিদপুর চা বাগানের মধ্য দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কটি শ্রীমঙ্গলে মিলিত হয়েছে। কালেঙ্গা ফরেস্ট অফিস আক্রমণের পর যদি পাকিস্তানী বাহিনী এই অঞ্চলে আর আসেনি তথাপি তাদের দোসর রাজাকাররা প্রায় এসব এলাকায় অত্যাচার করত। মিরপুর বাজারে চায়ের দোকানে একজন খাসিয়া (পাহাড়ি শুনতে পেল রাজাকাররা শ্রীবাড়ি বাগানের সংলগ্ন দক্ষিণে গমসিংবাড়ি বস্তিতে আক্রমণের পরিকল্পনা গ্রহণ করছে। লোকটির সংবাদ পেয়ে মুক্তিযোদ্ধারা শ্রীবাড়ি বাগান থেকে গমসিংবাড়ি বস্তিতে আসার একমাত্র রাস্তার একটি বিশেষ জায়গায় ৩টি এনএম ১৬ মাইন পুঁতে সকাল ১০টায় এই স্থান ত্যাগ করে। কিছু ভেতরে গমসিংবাড়ি বস্তির প্রবেশমুখে সুবিধাজনক স্থানে এ্যাবমুশ পেতে অপেক্ষা করতে থাকে। বেলা ১২টার দিকে রাজাকাররা এই রাস্তা দিয়ে আসার সময় মাইন বিস্ফারিত হয়ে ১২ জনের মধ্যে ১ জন নিহত ও ৪ জন আহত হয়। ওরা আর সামনের দিকে অগ্রসর না হয়ে রশিদপুরের দিকে চলে যায়। এভাবে মাইন অপারেশনে মুক্তিযোদ্ধারা সফল হয়।
[৬৩] মাহফুজুর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত