সন্ন্যাসদহ রেল ব্রীজের যুদ্ধ, গাইবান্ধা
গাইবান্ধা-বোনারপাড়া রেলপথে আলাই নদীর উপর অবস্থিত সন্ন্যাসদহ রেলব্রীজ (পদুমশহর ইউনিয়ন) নিরাপত্তার দায়িত্বে দশজন রাজাকার নিয়োজিত ছিল। এরা পথচারী এবং পার্শ্ববর্তী গ্রামগুলিতে অত্যাচার করতো। পথচারীর টাকা পয়সা, জিনিসপত্র ছিনতাই করতো। গ্রামবাসীর হাঁস-মুরগী ধরে এনে খেত। এদের বিরুদ্ধে আগস্টের মাঝামাঝি মজিবর ও তসলিম হাওলাদারের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি ছোট দল প্রেরণ করা হয়। মুক্তিযোদ্ধা দলের আক্রমণে রাজাকারেরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। সেখানে ৬/৭টি ৩০৩ রাইফেল মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়। এই যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের নাম হচ্ছে: হাফিজার রহমান, আজাহার আলী রাজা, মোহাম্মদ আলী, চিত্তরঞ্জন বর্মন, রেজাউল করিম তারা, কালাম, আব্দুল মতিন।
[৫৮০] ড. মোঃ মাহবুবর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত