শাহাগোলা রেলব্রীজ ধ্বংস, নওগাঁ
শাহাগোলা রেলব্রীজ নওগাঁ জেলায় অবস্থিত। পাকবাহিনী শাহাগোলা হতে আত্রাই এর দূরত্ব ৮ কিলোমিটার। পাকসেনারা আত্রাই এলাকায় একটি ক্যাম্প স্থাপন করে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করে। আত্রাই-শাহাগোলা যাতায়াতের জন্য পাকবাহিনীর একমাত্র পথই ছিল রেলপথ। তাই মুক্তিযোদ্ধারা শাহাগোলা ব্রীজ ধ্বংস করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী নওগাঁ জেলা শহরের উকিল পাড়ার মোঃ আকতার হোসেনের নেতৃত্বে সহযোগী মুক্তিযোদ্ধা মোঃ এমদাদুর রহমান ও সাথে মহাদেবপুর থানার হুমায়ুন আহমেদকে নিয়ে তারাটিয়া গ্রামে অবস্থান করে। সেখান থেকে পাকসেনাদের গতিবিধি লক্ষ্য করে সূর্যাস্তের পূর্বে হাই এক্সপ্লোসিভ ব্রীজের উত্তর পার্শ্বে গাডার স্থাপন এবং দূর থেকে তারের মাধ্যমে বিস্ফোরণ ঘটায় এবং ব্রীজের উত্তর পার্শ্বের গাডার ভেঙে পড়ে। পাকসেনারা যখন আত্রাই হতে সান্তাহার অভিমুখে ট্রেনযোগে যাত্রা শুরু করে তখন শাহাগোলা ব্রীজে পৌঁছা মাত্রই ইঞ্জিনের পেছনের দুটি বগি এবং সঙ্গে গার্ড ব্রেকসহ ট্রেনটি ব্রীজের নীচে বিকট শব্দে পড়ে যায় এবং কিছু সংখ্যক পাকসেনা হতাহত হয়। তবে এ অভিযানে মুক্তিযোদ্ধাদের হতাহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।
[৫৯৭] চাঁদ সুলতানা কাওছার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত