You dont have javascript enabled! Please enable it!

শাহাজীবাজার বিদ্যুৎ লাইন অপারেশন (ঢাকা-নারায়ণগঞ্জ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ)

নারায়ণগঞ্জের শাহাজীবাজার থেকে একটি বৈদ্যুতিক লাইন হরিপুর সাবস্টেশনের সাথে সংযোগ রক্ষা করছিল। এটি সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন থেকে শুরু হয়ে ক্যান্টনমেন্টে যোগ হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জে অবস্থানরত পাকসেনাদের দুর্বল করার জন্য ঢাকা-নারায়ণগঞ্জ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করেন মুক্তিযোদ্ধারা। সিদ্ধান্ত মোতাবেক সিদ্ধিরগঞ্জ থানার গ্রুপ কমান্ডার রেহানউদ্দীন রেহানের দলের হযরত আলী, আব্দুল কাদের মেম্বার, আব্দুল মজিদ, সুন্দর আলী, আব্দুর রশীদ (বড়), আব্দুর রশিদ (ছোট) ও গ্রুপ কমান্ডার মোহাম্মদ গিয়াসউদ্দিনের গ্রুপের আলী হোসেন, আব্দুল হক, আলী আকবর, মোতাহার হোসেন, আমিনুল হক, শামসুদ্দীন আহমেদ, ওয়াদুদ, আব্দুলসহ যৌথভাবে অপারেশন চালিয়ে এক্সপ্লোসিভ মাইনের সাহায্যে শাহাজীবাজার লাইনের কয়েকটি টাওয়ার ধ্বংস করে দিতে সক্ষম হন। টাওয়ার ধ্বংস করার পর সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়ে এবং ঢাকা-নারায়ণগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!