শিবপুর গ্রামে পাক-সেনাদের প্রতিহতকরণ, সীতাকুণ্ড
সীতাকুণ্ড থানা থেকে এক কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম ট্রাংক রোডের পাশে অবস্থিত শেখপাড়া গ্রাম, এখান থেকে সোজা পশ্চিম দিকে শিবপুর গ্রাম অবস্থিত। ৪ অক্টোবর ৫০ জন পাকসেনা শেখপাড়ায় অবস্থান নেয়। তারা মুক্তিযোদ্ধাদেরকে তাড়ানোর উদ্দেশ্যে অভিযানের জন্য প্রস্তুত হয়। সাথে সাথে মুক্তিযোদ্ধারা খবর পান এবং শিবপুরের মুক্তিযোদ্ধাসহ, সীতাকুণ্ড থানায় অন্য মুক্তিযোদ্ধারা পাক সেনাদের প্রতিহত করার জন্য তাৎক্ষণিক প্রস্তুত নেন শিবপুরে মুক্তিযোদ্ধা গ্রুপগুলো এমনভাবে পাকসেনাদের চতুর্দিকে অবস্থান নেন যে যুদ্ধে পাক সেনাদের অগ্রসর হওয়া খুব কঠিন হয়ে পড়ে। উভয় পক্ষে তুমুল যুদ্ধ শুরু হয়, এক পর্যায়ে পাকসেনারা শিবপুর গ্রামে তাদের অভিযান বন্ধ করে নিজ ক্যাম্পে ফেরত চলে যায়। এই অভিযানটি সফল অভিযান হিসেবে বিবেচিত হয়।
[৫৯৭] কে. এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত