You dont have javascript enabled! Please enable it!

শিবপুর সি অ্যান্ড বি যুদ্ধ, নরসিংদী

শিবপুর মনোহরদী সড়কে ‘সিএন্ডবি যুদ্ধ’ অপর উল্লেখযোগ্য যুদ্ধ। পাকিস্তানি সেনারা মনোহরদীতে আসবে এরকম সংবাদ পেয়ে শিবপুরের মুক্তিযোদ্ধারা মজনু মৃধার নেতৃত্বে প্রস্তুতি গ্রহণ করেন। পাকবাহিনীর গাড়ি সিএন্ডবি আসার সাথে সাথেই প্রচণ্ডভাবে আঘাত হানে মুক্তিবাহিনী। গুরুত্বপূর্ণ এই যুদ্ধে পরিস্থিতি যখন মুক্তিযোদ্ধাদের অনুকূলে, সেই সময় দুর্ঘটনাক্রমে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম হানাদারদের হাতে ধরা পড়েন। তারা যুদ্ধবিরতি দিয়ে নজরুলকে নিয়ে নরসিংদী ফিরে যায়। তার ওপর অকথ্য নির্যাতন চালায়। সিগারেটের আগুনে শরীরের বিভিন্ন জায়গা পুড়িয়ে দেয়। অস্ত্রের আঘাতে শরীর ক্ষত-বিক্ষত হয়। তবু নজরুল মুখ খোলেনি। অবশ্য সে ভাগ্যক্রমে বেঁচে যায়। কটিয়াদী মাদ্রাসা থেকে নজরুল ইসলাম নামে একজন মাদ্রাসা ছাত্র হারিয়ে যায়। কর্তৃপক্ষ যখন জানতে পারেন যে নজরুল নামে একজনকে আটকে রেখেছে পাকবাহিনী। ফলে মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট ওয়্যারলেসের মাধ্যমে আলাপ করে নজরুল ইসলামকে ছাড়িয়ে আনেন। কিছুদিন পর নজরুল ইসলাম সহযোদ্ধাদের কাছে এসে উপস্থিত হন। মুক্তিযোদ্ধারা দ্বিধায় পড়েন যে তিনি পাকসেনাদের সাথে সম্পর্ক করে মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দেয়ার প্রতিশ্রুতিতে ছাড়া পেয়েছেন। তাই তাকে আর কোনো যুদ্ধে অংশ নিতে দেয়া হয়নি। পরে তিনি কোথায় চলে যান কেউ জানে না। স্বাধীন হওয়ার কিছুদিন আগে তার সম্পর্কে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর হয়।

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!