শাহবাজপুর ও রামচন্দ্রপুর গ্রামে গেরিলা অপারেশন, সিলেট
উত্তর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের জিরো পয়েন্ট পাতন ও রামচন্দ্রপুর গ্রামের মধ্যবর্তীস্থানে মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণ করেন পাকসেনাবাহী একটি গাড়িতে। এ অপারেশনে কয়েকজন পাকহানাদার মৃত্যু বরণ করে। মুক্তিযোদ্ধারা ও হারায় তাদের এক সহযোদ্ধাকে। সেপ্টেম্বর মাসে গেরিলা আক্রমণে তৎপর মুক্তিসেনারা। অহিদাবাদ চা বাগান হয়ে নির্ধারিত স্থানে অবস্থান নেয় একটি গেরিলা দল। খান সেনাদের গাড়ি রাস্তা দিয়ে আসার সাথে সাথে আক্রমণ চালায় তাঁরা। এ অপারেশনে পাকদের হাতে ধরা পড়েন একজন মুক্তিসেনা। তাঁর বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা যায়। খানসেনারা তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় শাহবাজপুর ক্যাম্পে। বাকীরা নিরাপদে প্রত্যাবর্তন করেন ক্যাম্পে৷ ধৃত মুক্তিযোদ্ধার উপর টানা দুইদিন চলে লোমহর্ষক নির্যাতন। তাঁরপর পায়ে রশি বেঁধে শাহবাজপুর ডাক বাংলা থেকে রেলস্টেশন পর্যন্ত টেনে হিচড়ে ক্ষত-বিক্ষত করা হয় তাঁর দেহ। চরম বর্বরতার শিকার ও মুক্তিসেনাকে এভাবেই হত্যা করে পাষণ্ডরা। এ অপারেশনে বুড়ার গুল গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রহিমসহ আরো কয়েকজন সহযোদ্ধা অংশ নিয়েছিলেন।
[৯৩] মোস্তফা সেলিম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত