You dont have javascript enabled! Please enable it! 1971.09.13 | মুকুন্দপুর হরশপুর রেলগাড়ি ধ্বংস, ব্রাহ্মণবাড়িয়া - সংগ্রামের নোটবুক

মুকুন্দপুর হরশপুর রেলগাড়ি ধ্বংস, ব্রাহ্মণবাড়িয়া

প্রায় এক কোম্পানি পাকিস্তানী সেনা রেলগাড়ি যোগে আখাউড়া থেকে মুকুন্দপুর হয়ে হরশপুর যাচ্ছে এ খবর জানতে পেরে লেফটেন্যান্ট মোরশেদ মুকুন্দপুর এবং হরশপুরের মাঝামাঝি রেলের উপর ট্যাঙ্ক বিধ্বংসী মাইন বসিয়ে প্রায় ৩০০ গজ দূরে অপেক্ষা করতে থাকেন। সঙ্গে লেফটেন্যান্ট আনিসও ছিলেন। পাকিস্তানীরা মাইনের সম্মুখীন হয়েছিল ইতোপূর্বেও, তাই ইঞ্জিনের সামনে দুটি মাল বোঝই মালগাড়ির বগী দিয়ে রেলগাড়ি চালাত। সেপ্টেম্বরের ১৩/১৪ তারিখে দু’ জন পাকিস্তানী অফিসারসহ একটি কোম্পানি আখাউড়া থেকে মুকুন্দপুর হয়ে হরশপুরের দিকে যাত্রা করে। রাত চারটায় ইঞ্জিনের সামনের দুটি বালি বোঝাই মালগাড়ি বগি পার হয়ে যাবার পর পরই মাইনের সুইচ অন করা হলো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইঞ্জিনসহ বেশ কিছু কামরা সম্পূর্ণ ধ্বংস হয়। দুজন অফিসারসহ ২৭ জন পাকসেনা নিহত হয়। লেফটেন্যান্ট মোরশেদ সদলবলে নিরাপদে ফিরে আসেন।
[৬৩] মাহফুজুর রহমান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত