You dont have javascript enabled! Please enable it!

মিরপুর নয়াবাজারে অপারেশন, বাহুবল, হবিগঞ্জ

ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ শ্রীমঙ্গল সেকশনের মিরপুরের পূর্ব দিকে নয়াবাজারের নিকটস্থ রাজাকার ক্যাম্পে হাসেম গ্রুপের কমান্ডার এম এ হাসেমের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আক্রমণ করে। তাদের সাহায্যার্থে এ সময় শায়েস্তাগঞ্জ থেকে যেন পাকিস্তানী সেনাবাহিনী হাসেম গ্রুপকে আক্রমণ করতে না পারে, সে জন্যে আনিছুল বারী চৌধুরীর গ্রুপ মিরপুরের নিকটবর্তী জয়পুর গ্রামের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে অ্যাম্বুশ পেতে অপেক্ষা করে। পাকবাহিনী রাজাকারদের সহযোগিতায় না আসায় অ্যাম্বুশ উঠিয়ে আনিছুল বারী ও তার গ্রুপ নিরাপদ স্থানে চলে যান। এদিকে হাসিম গ্রুপ পরিকল্পিতভাবে রাজাকারদের আক্রমণ করে তাদের অস্ত্র হস্তগত করে ফিরে আসে। এই আক্রমণে চারজন রাজাকার নিহত ও বেশ কিছু সংখ্যক আহত হয়। পরের দিন পাক আর্মিরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশগুলোকে তাদের আত্মীয় স্বজনদের দিয়ে রাজাকার ক্যাম্প ক্লোজ করে নেয়।
[৬৩] মাহফুজুর রহমান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!