মালুচি গ্রামের অভিযান, মানিকগঞ্জ
মালুচি, মানিকগঞ্জের হরিরামপুর থানার একটি গ্রাম। ৯ আগস্ট মুক্তিযোদ্ধা আব্দুল হালিম চৌধুরী ২ জন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য নিয়ে মালুচি গ্রামে আসেন এবং এসেই খবর পান যে পার্শ্ববর্তী শিবালয় থানার দারোগা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং মুক্তিযোদ্ধাদের সন্ধানে দারোগা কয়েকজন পুলিশ নিয়ে মালুচি গ্রামে এসেছে। এ সংবাদ পেয়ে ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী সহকর্মীদের সঙ্গে নিয়ে ছোট একটি নৌকাযোগে সাহাপট্টীর বাঁশঝাড়ের ভেতর দিয়ে অতর্কিত ইউনিয়ন পরিষদ কক্ষে অবস্থানরত দারোগা ও পুলিশদের উপর আক্রমণ করেন। মুক্তিযোদ্ধাদের হামলায় ভীত হয়ে পাকিস্তানপন্থী পুলিশ অস্ত্র ফেলে আনুগত্য প্রকাশ করে। কিন্তু দারোগা আনুগত্য প্রকাশ করতে অস্বীকার করলে ক্যাপ্টেন হালিম চৌধুরী তৎক্ষণাৎ তাকে গুলি করে হত্যা করেন।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত