বাঙলাদেশ মুক্তি সংগ্রামের সমর্থনে ভারতের কমিউনিস্ট পার্টির জাতীয় পরিষদের প্রস্তাব
জাতীয় মুক্তি ও গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের ঐতিহাসিক লড়াই যা এখন এক সংকটপূর্ণ অধ্যায়ে প্রবেশ করেছে ভারতের কমিউনিস্ট পার্টির জাতীয় পরিষদ তাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছে।
লড়াইয়ের পাঁচ মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও পশ্চিম পাকিস্তানের সামরিক জুন্টা বাঙলাদেশে এমন স্বদেশ দ্রোহীদের খুঁজে পায় নি যাদের দিয়ে সেখানে একটি পুতুল সরকার কায়েম করা সম্ভব। এই সামরিক জান্তা অ-সামরিক প্রশাসন ব্যবস্থার কোন কিছু … ইয়াহিয়া খাকে তাদের উপযুক্ত সহানুভূতি জানিয়েছে। এই দুটি বৃহৎ শক্তির সমর্থনের জোরে বাঙলাদেশের মুক্তি সংগ্রামকে বিচ্ছিন্নতার মধ্যে খতম করে…
সূত্র: কালান্তর, ৩১.৫.১৯৭১