মাধবপুর যুদ্ধ, পাবনা
মাধবপুর পাবনা জেলায় অবস্থিত। পাবনাতে অবরুদ্ধ পাকসেনাবাহিনীকে উদ্ধারের জন্য রাজশাহী থেকে পাকসেনারা দাশুরিয়া হয়ে পাবনা সদরে প্রবেশ এবং এখান থেকে ২৯ মার্চ মাধবপুরের দিকে যাওয়ার পরিকল্পনা করে। এই খবর মুক্তিযোদ্ধারা পেলে তারা পাকবাহিনীকে আক্রমণ করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ছাত্র জনতা ২৯ মার্চ মাধবপুর বটতলায় ও বাড়ীগড়ের আশেপাশের বিভিন্ন গাছের নীচে অ্যাম্বুশে অংশ নেয়। পাকবাহিনী পাবনা থেকে মেজর ইসলামের নেতৃত্বে মানসিক হাসপাতালের পাশ দিয়ে মাধবপুর পৌঁছায়। পৌঁছানোর সঙ্গে সঙ্গে ছাত্র-জনতা পাকবাহিনীর উপর আক্রমণ করে এবং প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ঈশ্বরদী থানার সাতজন শহীদ হয়, এবং পাকসেনারা দামুভিয়ার দিকে চলে যায়। তবে পাকসেনাদের হতাহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।
[৫৬] চাঁদ সুলতানা কাওছার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত