মানিকগঞ্জ পি টি আই মিলিশিয়া ক্যাম্প আক্রমণ
১৯৭১ সালের ২৯ জুলাই কমান্ডার আব্দুল মতিন চৌধুরীর নেতৃত্বে ৩৫/৪০ জন মুক্তিযোদ্ধা মানিকগঞ্জ শহরের পি টি আই মিলিশিয়া ক্যাম্প আক্রমণ করেন। মুক্তিসেনা ও পাকবাহিনীর মধ্যে এখানে ৩০ মিনিট সম্মুখযুদ্ধ হয়। এই যুদ্ধে ৭ জন শত্রুসেনা নিহত হয় এবং অন্যরা গাড়িযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত