You dont have javascript enabled! Please enable it! মাকাড়াই যুদ্ধ, টাঙ্গাইল - সংগ্রামের নোটবুক

মাকাড়াই যুদ্ধ, টাঙ্গাইল

আওয়ামীলীগ নেতা আব্দুল বাসেত সিদ্দিকীর গ্রামের সেহরাবাড়ীর সামান্য দূরে বংশী নদী। এই নদীর পশ্চিম পাড় ধরে কাদের সিদ্দিকী কিছু সহযোদ্ধা নিয়ে ধরাপাড়া-ঝড়কা রাস্তার দিকে অগ্রসর হচ্ছিলেন। দূত মারফত খবর এলো পাকিস্তানী সৈন্যরা এই রাস্তা ধরেই ঘাটাইল তাদের ক্যাম্পের দিকে আসছে। মাকাড়াই জুম্মা ঘরের আড়ালে একটি কাঁচা রাস্তায় মুক্তিবাহিনী এমবুশ করে। মুক্তিযোদ্ধারা বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত হয়ে সুবিধাজনক অবস্থান নেন। শত্রুসেনারা কাছে এলে মুক্তিযোদ্ধারা বৃষ্টির মত অবিরত গুলি চালিয়ে হানাদার সৈন্যদেরকে নাস্তানাবুদ করে ফেলে। গোলাগুলির এক পর্যায়ে হঠাৎ শত্রুর একটি গুলি কাদের সিদ্দিকীর ডান হাতে লাগে। ২০ মিনিটের যুদ্ধে ৩০ জন শত্রু সেনা নিহত হয়। পাকিস্তানীদের উদ্ধারের জন্য ঘাটাইল হতে আরও সৈন্য আসতে থাকে। হাবিবুল হক খান বেনুও পাকসেনাদের আক্রমণ করেন। হাতেম আলী নামে একজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
[৬২২] কে. এম. আবদুস সালাম

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত