You dont have javascript enabled! Please enable it!

মাঝিরঘাটে রাইসমিলে গ্রেনেড নিক্ষেপ, চট্টগ্রাম

মাঝিরঘাটে পাকসহযোগীর রাইসমিলের মালিক ইদ্রিস মিয়াকে হত্যা ও তার মিলে গ্রেনেড নিক্ষেপের সিদ্ধান্ত হয়। মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও নূর আলী এই দায়িত্ব নেন। আনুমানিক রাত ১০ টার দিকে জাহাঙ্গীর আলম কোমরে গ্রেনেড বেঁধে নিয়ে নির্দিষ্ট স্থানে চলে যান। তিনি গ্রেনেড নিক্ষেপ করতে গেলে ইদ্রিস মিয়া তা দেখে ফেলে। গ্রেনেড না নিক্ষেপ করে চলে আসতে লাগলে ইদ্রিস মিয়া তাকে ধরে ফেলে। পরে স্থানীয় জনসাধারণ মুক্তিযোদ্ধা জাহাঙ্গীরকে রক্ষা করেন।
[৫৯৭] কে. এম. আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!