মাটিডালীর অভিযান, বগুড়া
মাটিডালী বগুড়া জেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় পাকহানাদার বাহিনী মাটিডালী মুজিবুর রহমান মহিলা কলেজে একটি ক্যাম্প স্থাপন করে। মুক্তিযোদ্ধারা এই ক্যাম্প আক্রমণের জন্য কলেজের উত্তর পার্শ্বের বিভিন্ন দালান-কোঠায় অবস্থান নেয় পরবর্তীতে মেজর নাজমুলের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সাতমাথা গাবতলী হয়ে মাটিডালীতে প্রবেশ করে এবং ক্যাম্পটিকে তিন দিক থেকে ঘিরে ফেলে গুলিবর্ষণ করে। প্রায় আধঘণ্টা গুলিবিনিময়ের পর পাকবাহিনী মুক্তিবাহিনীর বিরুদ্ধে টিকে থাকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যেতে থাকে। এই অভিযানে উভয় পক্ষের কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
[৫৬] চাঁদ সুলতানা কাওছার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত