মাতবরঘাট অভিযান, চট্টগ্রাম
আনোয়ারা থানায় মাতবরঘাট অবস্থিত। এখানে রাজাকারদের ১টি ঘাঁটি ছিল। ক্যাপ্টেন করিমের নেতৃত্বে আনুমানিক রাত ১২ টার দিকে ৩০/৩৫ জন মুক্তিযোদ্ধা নিজেদেরকে ২ দলে বিভক্ত করে ক্যাম্পটির দুই দিকে পজিশন নেন। ১ম সামনের দল ও পরে দু দল একত্রে গুলি ছুঁড়তে ছুঁড়তে অগ্রসর হলে রাজাকাররা আত্মসমর্পণ করে। এখানে ৩ জনকে হত্যা করা হয়, ৭টি রাইফেলও হস্তগত হয় এই অভিযানে।
[৫৯৭] কে. এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত