মহাস্থানগড়ের অভিযান, বগুড়া
মহাস্থানগড় বগুড়া শহর থেকে আনুমানিক ১০/১১ কি. মি. উত্তরে অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় পাকহানাদার বাহিনী মহাস্থানগড় জাদুঘরে একটি ক্যাম্প স্থাপন করে। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে জনাব রফিকুল ইসলাম দুলাল এর নেতৃত্বে মুক্তিযোদ্ধার একটি দল এই ক্যাম্প আক্রমণের পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক তারা মহাস্থান জাদুঘরের পশ্চিম পাশে ক্যাম্পের কাছাকাছি অবস্থান নেয় এবং গভীর রাতে তারা ক্যাম্পের দিকে গুলিবর্ষণ করলে পাকহানাদাররাও পাল্টা গুলিবর্ষণ শুরু করে। প্রায় ১৫ মিনিট গুলি বিনিময়ের পর মুক্তিযোদ্ধারা ফায়ার করতে করতে পশ্চিম দিকে সরে যায় এবং উত্তর দিক দিয়ে গাবতলী এলাকায় গমন করে। এই অভিযানে কোনো পক্ষেরই হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি
[৫৯৭] চাঁদ সুলতানা কাওছার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত