মহিষ বাথান সেতু আক্রমণ, গাজীপুর
মহিষ বাথান সেতু বর্তমানে গাজিপুর জেলার কালিয়াকৈর থানায় অবস্থিত। ১৯ নভেম্বর মুক্তিযোদ্ধাদের কালিয়াকৈর থানা উন্নয়ন অফিসের দক্ষিণে মহিষ বাথান সেতু ধ্বংস করার পরিকল্পনা করে। কমান্ডার আবদুল হাকিমকে সেতু ধ্বংসের দায়িত্ব দেয়া হয়। নিত্য দিনের ন্যায় সেদিনও টহলদার পাকবাহিনী মহিষ বাথান সেতু অতিক্রম করে ঢাকা অভিমুখে রওয়ানা হয়। অনাতিবিলম্বে কমান্ডার হাকিমের ইশারায় মুক্তিযোদ্ধারা সেতুর উপরে উঠে পড়ে। এ সময় সেতু পাহারার দায়িত্বে নিয়োজিত রাজাকাররা ঈদের আনন্দ উপভোগ করতে কালিয়াকৈর বাজারে গিয়েছিল। শত্রু নিয়ন্ত্রণ মুক্ত সুযোগটি কাজে লাগিয়ে কমান্ডার হাকিম পরপর তিনটি বিস্ফোরণের মাধ্যমে সেতুটি ধ্বংস করে দ্রুত স্থান।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত