You dont have javascript enabled! Please enable it! মনসারটেক অভিযান, চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

মনসারটেক অভিযান, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া থানার মনসারটেক ছিল রাজাকারদের শক্তিশালী অবস্থান। হাবিলদার গোলাপুর রহমান ও হাবিলদার নূরুল আলম মনসারটেক চৌরাস্তার মোড়ে রাজাকারদের ওপর অ্যাম্বুশ করার লক্ষ্যে তথ্য যোগাড় করেন। ক্যাপ্টেন করিমের নেতৃত্বে মোট ৬০/৬৫ জন মুক্তিযোদ্ধাদল প্রস্তুতি সম্পন্ন করে অপারেশন স্থলের দিকে যাত্রা শুরু করেন। ৩/৪ মাইল পথ পাড়ি দিয়ে রাত ১১টায় তারা মনসারটেক পৌঁছান। পরিকল্পনা অনুযায়ী হাবিলদার নূরুল আলমের নেতৃত্বে ২২/২৩ জন চৌরাস্তার মোড়ে পশ্চিম দিকে অবস্থান নেন। ২য় গ্রুপ নায়েক আজিজুল হকের নেতৃত্বে ২০/২২ জন দক্ষিণ দিকে অবস্থান নেন। অন্যরা গোলাপুর রহমানের নেতৃত্বে মনসারটেকের উত্তর দিকে অবস্থান নেন। রাত ১২:৩০ এর দিকে রাজাকাররা পটিয়া-কালুরঘাট রাস্তা ধরে যাওয়ার পথে অ্যাম্বুশের আওতায় আসার সাথে সাথে গোলাপুর রহমান গুলিবর্ষণ করেন। রাজাকাররাও পাল্টা গুলিবর্ষণ করে, রাজাকাররা তখন পশ্চিম দিকে গেলে অন্য মুক্তিযোদ্ধা গ্রুপের আক্রমণের মুখে পড়ে। ফলে তারা নিরুপায় হয়ে আত্মসমৰ্পণ করে। এভাবে একটি সফল অভিযানের সমাপ্তি ঘটে।
[৫৯৭] কে. এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত