মনোহরদী থানা আক্রমণ, নরসিংদী
নরসিংদী জেলার সর্ব উত্তরের থানা মনোহরদী। এই মনোহরদী থানায় ৪০ জন বাঙালি সৈনিক ও ইপিআর এবং ৩৬ জন পাকিস্তানী সেনা ছিল। এ এলাকার মুক্তিযোদ্ধারা হাবিলদার আকমলের নেতৃত্বে মনোহরদী থানা আক্রমণের পরিকল্পনা করে। সে জন্য তারা থানায় অবস্থানরত বাঙালি পুলিশ ও ইপিআরদের সাথে গোপনে যোগাযোগ করে। বাঙালি ইপিআর ও সৈনিকরা প্রতিশ্রুতি দেয় যে, থানা আক্রমণের সময় তারা মুক্তিবাহিনীর সাথে যোগ দেবে। এরপর পরিকল্পনা অনুযায়ী ১৯৭১ সালের ২১ অক্টোবর হাবিলদার আকমল এক কোম্পানি মুক্তিযোদ্ধা নিয়ে মনোহরদী থানা আক্রমণ করেন। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বাঙালি সৈনিক ও ইপিআররা মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দেয়। পাকিস্তানী সেনারা মুক্তিবাহিনীর আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয়। কয়েকঘণ্টা স্থায়ী এ যুদ্ধে পাকসেনারা সম্পূর্ণ পরাস্ত হয়। তাদের মধ্যে ২৫ জন নিহত ও ১১ জন মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত