মন্দারহাট যুদ্ধ, ফেনী
মন্দারহাট ফেনী জেলার চৌমুহনী থানার দেড় মাইল উত্তরে অবস্থিত। এখানে পাকিস্তানী বাহিনী তাদের একটি বিরাট ঘাঁটি স্থাপন করেছিল। ১২ মে সুবেদার লুৎফর রহমান এই ঘাঁটিতে অ্যাম্বুশ করার জন্য পরিকল্পনা করে। এরপর তিনি ১ প্লাটুন মুক্তিসেনা নিয়ে অ্যাম্বুশের উদ্দেশ্যে মন্দারহাট রাস্তার পার্শ্বে অপেক্ষা করতে থাকেন। কিন্তু এরই মধ্যে পাকিস্তানী বাহিনী গোপনে তাদের আগমনের খবর পেয়ে যায়। এ খবর পেয়ে পাকিস্তানী বাহিনী ১ ব্যাটালিয়ন সৈন্য নিয়ে মুক্তিবাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা করলে মুক্তিযোদ্ধারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে। পাকিস্তানী বাহিনী মুক্তিযোদ্ধাদের না পেয়ে পুরো মন্দারহাট গ্রাম জ্বালিয়ে দেয়।
[৫৫] রিয়াজ আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত