মস্তাননগর প্রতিরোধ, চট্টগ্রাম
মস্তাননগর এলাকাটি চট্টগ্রাম জেলার মিরেসরাইয়ে অবস্থিত। মস্তাননগরের প্রতিরোধ যুদ্ধ শুরু হয় ১৯৭১ সালের ২১ এপ্রিল। এই প্রতিরোধ যুদ্ধে ৪র্থ বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন মতিন ও ক্যাপ্টেন অলির নেতৃত্বে হয়েছিল। ২১ এপ্রিল সংগঠিত পাকবাহিনী ট্যাক, মর্টার, মেশিনগান ও অন্যান্য স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে জোরালো আক্রমণ করে। দুই ঘণ্টা যুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের দুটি কোম্পানি প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়, তারা পিছু হটে এবং মিরেরসরাইয়ের হিংগুলি ও করেরহাটে প্রতিরক্ষা অবস্থান গ্রহণ করে। এই যুদ্ধ জনযোদ্ধাবৃন্দের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল।
[৫৯৭] কে. এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত