You dont have javascript enabled! Please enable it!

মস্তাননগর প্রতিরোধ, চট্টগ্রাম

মস্তাননগর এলাকাটি চট্টগ্রাম জেলার মিরেসরাইয়ে অবস্থিত। মস্তাননগরের প্রতিরোধ যুদ্ধ শুরু হয় ১৯৭১ সালের ২১ এপ্রিল। এই প্রতিরোধ যুদ্ধে ৪র্থ বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন মতিন ও ক্যাপ্টেন অলির নেতৃত্বে হয়েছিল। ২১ এপ্রিল সংগঠিত পাকবাহিনী ট্যাক, মর্টার, মেশিনগান ও অন্যান্য স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে জোরালো আক্রমণ করে। দুই ঘণ্টা যুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের দুটি কোম্পানি প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়, তারা পিছু হটে এবং মিরেরসরাইয়ের হিংগুলি ও করেরহাটে প্রতিরক্ষা অবস্থান গ্রহণ করে। এই যুদ্ধ জনযোদ্ধাবৃন্দের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল।
[৫৯৭] কে. এম. আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত