You dont have javascript enabled! Please enable it!

মদনপুর ব্রিজ অপারেশন, নারায়নগঞ্জ

সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা কমান্ডার আব্দুল মালেকের নেতৃত্বে বাতেনের গ্রুপের মতিন, সানাউল্লাহ, মোঃ হাবিবউল্লাহ, উৎপল, বাবুল, ইদ্রিস আলী, কাউসার, সমর, বাদল, দাউস, মাসুদুর রহমান, সোলায়মান ভূঁইয়া এবং নারায়ণগঞ্জ থানার নূরু মিয়া চৌধুরী বাচ্চুর গ্রুপের মুক্তিযোদ্ধারা অংশ নেন। উৎপল ৫/৭ দিন পূর্বে মদনপুর ব্রিজের সামনে গিয়ে রেকি করেন। সোনারগাঁর মুক্তিযোদ্ধারা পাকুন্দা হতে সন্ধ্যার পর রেললাইনের রাস্তা ধরে পায়ে হেঁটে বন্দর থানার মদনপুর আসেন। আনন্দবাজারের একজন ও বন্দর থানার দু’জন মুক্তিযোদ্ধা এক্সপ্লোসিভ ব্রিজের একপাশে ফিট করে ডেটোনেটর দিয়ে তার বেঁধে আধ মাইল দূরে নিয়ে আগুন ধরিয়ে দেন। অন্য মুক্তিযোদ্ধারা তাদের কভার দেন। বিস্ফোরিত হয়ে ব্রিজটির কিছু অংশ উড়ে যায়।
[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত