মদুনাঘাটে জলবিদ্যুৎ লাইনের টাওয়ার অপারেশন, চট্টগ্রাম
মদুনাঘাট জলবিদ্যুৎ এলাকা চট্টগ্রামের কাপ্তাইয়ে অবস্থিত। মদুনাঘাট জলবিদ্যুৎ লাইনে আক্রমণ করা হয় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটানোর জন্য। মুক্তিযোদ্ধা নূরুল আলম মন্টুর নেতৃত্বে এই অপারেশন পরিচালিত হয়। মন্টু নিজে একদিন পর্যবেক্ষণের জন্য লিচু বিক্রেতার ছদ্মবেশে নির্জন স্থানের টাওয়ার চিহ্নিত করে আসেন। তিনি দেখতে পান যে, মদুনাঘাটের উত্তর-পূর্ব দিকে বিলের পাশের টাওয়ারটি অপারেশনের জন্য সুবিধাজনক স্থানে অবস্থিত। ইতোমধ্যে নূরুল আলম মন্টু WAPDA এর ২ জন ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করেন। ইঞ্জিনিয়ার আশিক ও দিলীপ চন্দ্র দাস মন্টুকে সাহায্য করেন। তাঁরা WAPDA এর পিকআপে জরুরি বিদ্যুৎ সরবরাহ বোর্ড লাগিয়ে, লাইনম্যানের ছদ্মবেশে অপারেশন স্থানে যেতে বলেন। অতএব পরিকল্পনা অনুযায়ী একটি পিকআপ সংগ্রহ করে তাতে ‘জরুরি বিদ্যুৎ সরবরাহ’ বোর্ড ঝুলিয়ে নেন। এরপর নিজেরা বিদ্যুৎ উন্নয়নের কর্মচারী সেজে পাকসেনাদের সতর্কতা এড়িয়ে নিরাপদে মদুনাঘাট এলাকায় পৌঁছান। পূর্ব নির্ধারিত টাওয়ারটির ২০০/২৫০ ফুট দূরে পিক আপ রেখে নেমে যান। ইঞ্জিনিয়ার দিলীপ ও আশিকের শিখিয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী একটি তারের সাহায্য টাওয়ারটির গোড়ায় বিদ্যুতায়িত অংশটি বিদ্যুৎহীন করেন। নিরাপদে টাওয়ারের গোড়ায় বিস্ফোরক লাগিয়ে অগ্নিসংযোগ করে দ্রুত সরে পড়েন। অল্পক্ষণের মধ্যে বিস্ফোরণ ঘটে টাওয়ারটি পড়ে যায়। অভিযানটি সফল হিসেবে পরিগণিত হয়।
[৫৯৭] কে. এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত