You dont have javascript enabled! Please enable it!

মধুমতি নদীতে পাক সৈন্যদের উপর আক্রমণ, খুলনা
[প্রত্যক্ষদর্শীর বর্ণনা]

মনির হোসেন মুঞ্জুর বর্ণনা মতে, ডিসেম্বরের ১ম দিকে যশোর ক্যান্টনমেন্ট হতে প্রায় ২০ জন পাকসেনা ভাটিয়াপাড়া ওয়ারলেস স্টেশনে অবস্থানরত পাকসেনাদের সাথে দেখা করার জন্য আসছিল এই সংবাদ মুক্তিযোদ্ধারা পূর্বেই পেয়ে যায়। মুক্তিযোদ্ধারা একটি নৌকো নেয় মাঝি সেজে পাকসৈন্যদের পার করার জন্য। অপরদিকে মধুমতি নদীতে ১৫০ জন মুক্তিযোদ্ধা নিয়ে এমবুশ করে থাকে। কথা ছিল মাঝি বেশে মুক্তিযোদ্ধা পাকসৈন্যদের নিয়ে মাঝ নদীতে এসে পানিতে পড়ার ভান করে নদীর মধ্যে পড়ে ডুব দিয়ে সরে যাবে আর এমবুশরত মুক্তিযোদ্ধারা আক্রমণ করবে। সেভাবে পাকসৈন্যদের নিয়ে মাঝ নদীতে এসে ঐ মুক্তিযোদ্ধা পানিতে পড়ে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধারা গুলিবর্ষণ করতে শুরু করে। পাকসেনাদের পলায়ন বা পাল্টা আক্রমণ করার উপায় ছিল না। ফলে তিনজন বাদে বাকী সব কজন পাকসেনা নিহত হয়। এই যুদ্ধে ১০টি চাইনিজ হাতিয়ার মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়।
[৬৩৫] মোঃ সোলায়মান আলী
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!