ভানপুর ট্রেন অপারেশন, রাজশাহী
রাজশাহী জেলা সদরের শহরতলী থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে রাজশাহী- আমনুরা রেললাইনের দু’পাশে ভানপুর অবস্থান। মুক্তিযোদ্ধারা জানতে পারেন যে, প্রতিদিন রাত্রে একটি স্পেশাল ট্রেন রাজশাহী আমনুরার মধ্যে সৈন্য ও সরবরাহ নিয়ে যাতায়াত করে। মুক্তিযোদ্ধারা এই ট্রেনকে আঘাত হানার সিদ্ধান্ত নেয়। মেডিক্যাল কলেজের তৎকালীন কিছু ছাত্র রওশন, রশিদ, মতিন ও হারুন ১৯৭১ সালের ১০ অক্টোবর রাতে ভানপুরে পৌঁছেন। তারা সুকৌশল লাইনের নীচে পর পর চারটি ট্যাংক বিধ্বসী মাইন পুঁতেন। সময়মতো সেগুলো যাতে বিস্ফোরণ ঘটানো যায় সেজন্য পুলিং সুইচের সঙ্গে লম্বা দড়ি বাঁধেন। অন্ধকারের মধ্যে চারজন মুক্তিযোদ্ধা রেললাইনের পানি নিষ্কাশনের নালায় শুয়ে থাকলেন। রাত তিনটার সময় ট্রেন সঠিক নির্দেশনার জন্য একটি টেলিফোন পোস্টের সোজাসুজি মাইনগুলি পুঁতে রাখা হয়েছিল। রাত তিনটার সময় ট্রেনটি টেলিফোন পোস্টের সোজাসুজি আসতেই মুক্তিযোদ্ধারা দড়িতে টান দিলেন এবং বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়। ইঞ্জিনগুলি ধ্বংস হয়ে যায়। এই অপারেশনে ৩২ জন পাকসেনা নিহত হয় এবং আহত হয় আরো অনেকে। তবে কোনো মুক্তিযোদ্ধার হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।
[৫৬] চাঁদ সুলতানা কাওছার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত