ভাইবোনছড়ার যুদ্ধ, খাগড়াছড়ি
খাগড়াছড়ি সদর থেকে ১৩ কি. মি. উত্তরে এই ভাইবোনছড়া অবস্থিত। মুক্তিযোদ্ধারা জানতে পারেন যে, পাকসেনারা ভাইবোনছড়ায় ক্যাম্প তৈরি করে স্থানীয় লোকজনকে রাজাকার হিসেবে ট্রেনিং দিচ্ছে। এরকম একজন কমান্ডার আবদুর রশিদ এসে মুক্তিযোদ্ধাদের কাছে পাকবাহিনীর ক্যাম্পের সকল তথ্য বলে দেয়। এই সব তথ্য নিয়ে মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান ১৯ অক্টোবর, ১৯৭১ সালে বেলা ১টার দিকে তার দলবল নিয়ে এখানে অবস্থান নেন। এদের ১ম গ্রুপ রাস্তায় গাছ কেটে রাস্তা ব্লক করে ও অন্য গ্রুপ ২ ইঞ্চি মর্টার দিয়ে পাক ক্যাম্পে ফায়ার শুরু করে। প্রথম ফায়ারেই দুজন পাকসেনা ধরাশায়ী হয়। পরে উভয় পক্ষে তুমুল সংঘর্ষ শুরু হয়। এর মধ্যে পাকসেনাদের সাহায্যে সেনাদল আসায় মুক্তিযোদ্ধারা পিছু হটে ক্যাম্পে ফেরত আসে।
[৫৯৭] কে. এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত