You dont have javascript enabled! Please enable it!

ভাওয়াল গাজীপুর রেলস্টেশনের যুদ্ধ, গাজীপুর

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশন থেকে ৬ কি. মি. দক্ষিণ পশ্চিমে ঢাকা- ময়মনসিংহ রেললাইনের পাশে গাজীপুর গ্রামে ভাওয়াল-গাজীপুর রেলস্টেশন অবস্থিত। ১৯৭১ সালের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকসেনাবাহিনী গাজীপুর ও তার আশপাশের এলাকার বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জড়ো করে একটি মালগাড়িতে লোড করে ঢাকার উদ্দেশ্যে প্রেরণের জন্য প্রস্তুত রাখে। অস্ত্র ও গোলাবারুদ সমেত পাক-রেলটি রাজন্দ্রেপুর রেলস্টেশন থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে ভাওয়াল-গাজীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মোঃ হান্নান হোসেন মুক্তিবাহিনীকে সে সংবাদটি দেন। এ সংবাদ পেয়ে রাজেন্দ্রপুর রেলস্টেশনের উত্তর দিকের ব্রিজে চিলাইপুর নামক স্থানে ডিনামাইটের সাহায্যে পাক-রেলটির ২/৩ টি বগি ধ্বংস করে ও ট্রেনটিকে লাইনচ্যুত করে। এরপর পাকবাহিনীর সাথে মুক্তিবাহিনীর সামনা-সামনি যুদ্ধ হয়। মুক্তিবাহিনীর আক্রমণের মুখে পাকসেনারা দিশেহারা হয়ে যায় এবং অস্ত্র ও গোলাবারুদ ফেলে পশ্চিম দিকে ঢাকা-ময়মনসিংহ প্রধান সড়কের দিকে চলে যায়। এ যুদ্ধের ফলে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মুক্তিবাহিনীর হস্তগত হয়।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!