ভাটপাড়া অ্যাম্বুশ, কুমিল্লা
২৯ মে রাতে মুক্তিবাহিনীর একটি দল কুমিল্লায় ভাটপাড়ায় অ্যাম্বুশ পেতে বসে থাকে। শত্রুদের ২টি গাড়ি রাত ২ টায় অ্যাম্বুশ ফাঁদে পড়ে। অ্যাম্বুশ পার্টি সাফল্যের সাথে ২টি গাড়ি ধ্বংস করে দেয়। এতে ৪ জন সৈন্য নিহত হয়। শত্রুদের পিছনের গাড়িটি ফাঁদে পড়ার আগেই পালিয়ে যায়।
একই দিন চতুর্থ বেঙ্গলের ‘ব্রাভো’ কোম্পানির একটি প্লাটুন ২টি ৩ ইঞ্চি মর্টারসহ সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার উপর মর্টারের সাহায্যে অতর্কিত আক্রমণ চালায়। অতর্কিত মর্টারের গোলার আঘাতে পাকিস্তানীদের অনেক হতাহত হয়।
[১৮] আবুল কাশেম হৃদয়
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত