You dont have javascript enabled! Please enable it! 1971.06.04 | বাঙলাদেশে কলেরা মহামারী : ডাক্তার নেই— ওষুধ লুট | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশে কলেরা মহামারী : ডাক্তার নেই— ওষুধ লুট

মুজিবনগর, ৩ জুন (ইউএনআই) বাঙলাদেশের বিভিন্ন জেলায় শত শত লােক কলেরায় মারা যাচ্ছে। পাক সৈন্য বাহিনীর নৃশংস আক্রমণ ও ওষুধের দোকানগুলিতে ব্যাপক লুটতরাজের ফলে রােগীদের দেখার জন্য কোন চিকিৎসক নেই। এবং ওষুধপত্র ও পাওয়া যাচ্ছে না। তাছাড়া পাক সৈন্যদল রােগীদের শুশ্রুষা কাজে কর্মরত বহু ব্যক্তিকে আওয়ামী লীগ সমর্থক সন্দেহে গ্রেপ্তার করছে। ফলে চিকিৎসা ও শুশ্রষার ক্ষেত্রে এক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
বাঙলাদেশ রেডক্রস সােসাইটির চেয়ারম্যান ডাঃ এ হক আজ এখানে উপরােক্ত তথ্য জানান।
ডাঃ হক আরও বলেন যে এই পরিস্থিতিতে বাঙলাদেশের বিভিন্ন এলাকা থেকে বহু লােকজন নিজেদের পরিবারের রােগাক্রান্ত ব্যক্তিদের ফেলে রেখেই ভারত সীমান্তের দিকে চলে যাচ্ছে।
ডাঃ হক আরও জানান যে, ভারত সীমান্তে শরণার্থী শিীবর গুলিতেও কলেরা মহামারী আকারে দেখা দিচ্ছে। এবং এই মহামারী প্রতিরােধের জন্য ডাঃ হক অবিলম্বে মেডিক্যাল রিলিফের পরিচালনার আহ্বান জানান।

সূত্র: কালান্তর ৪.৬.১৯৭১