You dont have javascript enabled! Please enable it! কুমিল্লা জেলার শহীদ মুক্তিযোদ্ধা এবং তাঁদের সমাধিস্থলের তালিকা - সংগ্রামের নোটবুক

কুমিল্লা জেলার শহীদ মুক্তিযোদ্ধা এবং তাঁদের সমাধিস্থলের তালিকা

শহীদদের নাম ঠিকানা কবরের অবস্থান এবং জিআর, ম্যাপ শিট নম্বর ঘটনার বিবরণ
১. শহীদ মোঃ আবুল ফজল,

পিতাঃ মৃত মাজেদ আলী,

ইউনিয়নঃ জগন্নাথপুর,

কোতায়ালি ( সদর ), কুমিল্লা।

কটকবাজার শাহজালাল

দরগাহ , জগন্নাথপুর,

কুমিল্লা সদর।

৩৯৩৯৩৩, ৭৯ এম/৩

কুমিল্লা শহর মুক্ত হওয়ার প্রাক্কালে মুক্তিবাহিনী দেশের অভ্যন্তরে প্রবেশের সময় কটকবাজারের কাছে মাইন বিস্ফোরণে তিনি শহীদ হন।
২. শহীদ আব্দুস ছাত্তার,

পিতাঃ মৃত আব্দুল গফুর,

ইউনিয়নঃ জগন্নাথপুর,

কোতায়ালি (সদর ), কুমিল্লা।

দুর্লভপুর, জগন্নাথপুর,

কুমিল্লা সদর।

৩৯১৯০৯, ৭৯ এম/৩

যুদ্ধের শেষপ্রর্যায়ে কুমিল্লা শহরে প্রবেশ করার পথে পাকিস্তানিদের সাথে সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন।
৩. শহীদ শাহজাহান,

পিতাঃ মৃত ছায়েদ আলী,

ইউনিয়নঃ রাজা চাপিতলা,

মুরাদনগর, কুমিল্লা।

কুমিল্লা সেনানিবাস।

২৪২৯৬২, ৭৯ এম/৩

২০ অক্টোবর মুরাদনগর থানার রাজা চাপিতলায় পাকিস্তানি সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের বড়ো ধরনের এক যুদ্ধ হয়। এ যুদ্ধে ৩ জন মুক্তিযোদ্ধা পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়লে তাঁদের ময়নামতি সেনাবিবাসে এনে নির্মমভাবে হত্যা করা হয়।
৪. শহীদ বিল্লাল হোসেন,

পিতাঃ রওশন আলী,

ইউনিয়নঃ রাজা চাপিতলা,

মুরাদনগর , কুমিল্লা।

কুমিল্ল সেনানিবাস।

২৪২৯৬২, ৭৯ এম/৩

৫. শহীদ রাজা মিয়া,

পিতাঃ অজ্ঞাত,

ইউনিয়নঃ রাজা চাপিতলা,

মুরাদনগর, কুমিল্লা

কুমিল্লা সেনানিবাস।

২৪৯৬২, ৭৯ এম/৩

৬. শহীদ হুমায়ুন কবির,

পিতাঃ আব্দুল জব্বার,

বাজে বাহের চর,

ইউনিয়নঃ ময়নামতি, বুড়িচং,

কুমিল্লা।

বাজে বাহের চর,

ময়নামতি, বুড়িচং।

২৩২০০৯, ৭৯ এম/২

টাকুইর যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হন।
৭. শহীদ সুবেদার কবির হোসেন,

পিতাঃ অজ্ঞাত,

ঠিকানাঃ অজ্ঞাত

গোবিন্দপুর পীর যাত্রাপুর,

বুড়িচং।

২৬৮০৪৬, ৭৯ এম/২

ছাদকপুরের যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
৮. শহীদ হাবিলদার আবু তাহের,

পিতাঃ অজ্ঞাত,

ঠিকানাঃ অজ্ঞাত

বুড়িচং থানার কাছে।

২৬৮০৪৬, ৭৯ এম/২

হাতিমারা ক্যাম্প থেকে ২০জন মুক্তিবাহিনী আগস্টের শেষে দিকে বুড়িচং থানা মুক্ত করার জন্য থানার দুদিক থেকে আক্রমণ চালায়। পাকিস্তানিদের সাথে যুদ্ধের একপর্যায়ে এফএফ দলনেতা হাবিলদার আবু তাহের শহীদ হন। উল্লেখ্য যে এ যুদ্ধের ডেপুটি অধিনায়ক হিসেবে অংশ নেন বর্তমান বুড়িচং থানার মুক্তিযোদ্ধা সংসদ অধিনায়ক আবুল হাসেম।
৯. শহীদ আলমগীর,

পিতাঃ অজ্ঞাত,

চান্দিনা, ইউনিয়নঃ চান্দিনা

সদর, কুমিল্লা।

চড়নল, ইউনিয়নঃ রাজাপুর, বুড়িচং,

কুমিল্লা

৩০৯০৭৬, ৭৯ এম/২

বুড়িচং থানার চড়নল যুদ্ধে তিনি শহীদ হন।
১০. শহীদ মোঃ ওয়াহিদুল রহমান,

পিতাঃ মোঃ আব্দুল মালেক,

পশ্চিম সিংহ, ইউনিয়নঃ ভারেল্লা, বুড়িচং , কুমিল্লা

সমাধির স্থানে অজ্ঞাত। অক্টোবরের শেষ দিকে জাফরগঞ্জের কুখ্যাত রাজাকার আফসারকে ধরার জন্য অপারেশনে গেলে তিনি আনসার বাহিনীর হাতে শহীদ হন। তাঁর লাশ পাওয়া যায়নি।
১১. শহীদ হাফিজ উদ্দিন,

পিতাঃ অজ্ঞাত,

সিদলাই, ইউনিয়নঃ সিদলাই,

ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।

সিদলাই, ইউনিয়নঃ সিদলাই, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।

২০৭১৬৪, ৭৯ এম/২

সুবেদার আমির খানের নেতৃত্বে সিলদাই গ্রামে পাকিস্তানিদের সাথে মোকাবিলার সময় ১ জন পাকিস্তানি সেনাকে বেয়নেট চার্জ জরে হত্যা করার পর পাকিস্তানি আর্মির গুলিতে শহীদ হন।
১২. শহীদ আব্দুল খালেক,

পিতাঃ মৃত ওয়াজউদ্দিন,

টাকুই, ইউনিয়নঃ সাহেবাবাদ,

ব্রাহ্মণপাড়া, কুমিল্লা

টাকুই, ইউনিয়নঃ সাহেবাবাদ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।

২৪৪০৮৭, ৭৯ এম/২

তিনি ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত ১ জন মুক্তিযোদ্ধা। প্রশিক্ষণ শেষে তিনি তাঁর নিজ ঘরে অবস্থান করছিলেন। পাকিস্তানিদের ক্রস ফায়ারে হঠাং তাঁর ঘরে তিনি গুলিতে নিহত হন। গুলিতে তাঁর এক ছেলে আহত হন। ছেলে বর্তমানে পঙ্গু হয়ে বেঁচে আছেন।
১৩. শহীদ জহিরুল ইসলাম,

পিতাঃ মৃত মর্তুজ আলী সরকার,

কান্ডুঘর, ইউনিয়নঃ ছাদেকপুর, ব্রাহ্মণপাড়া,

কুমিল্লা।

কান্ডুঘর , ইউনিয়নঃ ছাদেকপুর, ব্রাহ্মণপাড়া,

কুমিল্লা।

১৯২০, ৭৯ এম/২

সিঅ্যান্ডবি কুমিল্লা সিলেট সড়কের একটি গুরুত্বপূর্ণ স্থান। সিঅ্যান্ডবির পাশ দিয়ে তিনি অন্য মুক্তিযোদ্ধাদের সাথে নৌকাযোগে অন্যত্র যাচ্ছিলেন। হঠাৎ পাকিস্তানিদের সাথে সম্মুখযুদ্ধ হয় এবং যুদ্ধে তিনি শহীদ হন।
১৪. শহীদ কাজী আরিফ হোসেন,

পিতাঃ আব্দুল হক,

নারায়ণপুর, ইউনিয়নঃ উত্তর পয়ালগাছা, বরুড়া, কুমিল্লা

নারায়ণপুর, ইউনিয়নঃ উত্তর পয়ালগাছা, বরুড়া, কুমিল্লা।

১৩৭৭৩০, ৭৯ এম/৩

মুক্তিযুদ্ধের শেষ সময় বরুড়া থানার পয়ালগাছার নারায়ণপুর পাকিস্তানি সেনাদের সাথে মুক্তিবাহিনীর এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এ যুদ্ধে তিনি এবং মুক্তিবাহিনীর ৫ জন শহীদ হন।
১৫. শহীদ মোঃ মমতাজ উদ্দিন,

পিতাঃ মৃত আব্দুল জব্বার,

আড্ডা, ইউনিয়নঃ আড্ডা,

বরুড়া, কুমিল্লা

নারায়ণপুর, ইউনিয়নঃ উত্তর পয়ালগাছা, বরুড়া, কুমিল্লা।

১৩৭৭৩০, ৭৯ এম/৩

১৬. শহীদ জয়নাল আবেদীন,

পিতাঃ মৃত মোখলেছুর রহমান,

কাকেরতলা, ইউনিয়নঃ আড্ডা, বরুড়া, কুমিল্লা

নারায়ণপুর, ইউনিয়নঃ উত্তর পয়ালগাছা, বরুড়া, কুমিল্লা ।

১৩৭৭৩০, ৭৯ এম/৩

১৭. শহীদ সিরাজুল ইসলাম,

পিতাঃ মৃত হাজী আব্দুল কাদের, দিঘলিয়া, ইউনিয়নঃ আড্ডা, বরুড়া, কুমিল্লা।

নারায়ণপুর, ইউনিয়নঃ উত্তর পয়ালগাছা, বরুড়া, কুমিল্লা।

১৩৭৭৩০, ৭৯ এম/৩

১৮. শহীদ সিরাজুল ইসলাম,

পিতাঃ অজ্ঞাত,

বদরপুর, দক্ষিণ পয়ালগাছা,

বরুড়া, কুমিল্লা।

নারায়ণপুর, ইউনিয়নঃ উত্তর পয়ালগাছা, বরুড়া, কুমিল্লা।

৩৭৭৩০, ৭৯ এম/৩

১৯. শহীদ আব্দুল লতিফ,

পিতাঃ অজ্ঞাত,

বৈলাবাড়ি, ইউনিয়নঃ টনকী,

মুরাদনগর, কুমিল্লা।

সমাধির স্থান অজ্ঞাত জুলাই মাসে ঐ শহীদ ব্যাক্তি দেবীদ্বার থানায় রসুলপুর বাজারে রাজাকার কর্তৃক ধৃত হন এবং শহীদ হন। তাঁর লাশ পাওয়া যায়নি।
২০. শহীদ শাহাজাহান আলী,

পিতাঃ অজ্ঞাত,

বৈলাবাড়ি, ইউনিয়নঃ টনকী,

মুরাদনগর, কুমিল্লা।

সমাধি স্থান অজ্ঞাত
২১. শহীদ বাচ্চু মিয়া,

পিতাঃ মৃত আলতাফ আলী,

গ্রামঃ সিদ্ধেশ্বরী, ইউনিয়নঃ ধামগর, মুরাদনগর, কুমিল্লা

সিদ্ধেশ্বরী , ইউনিয়নঃ ধামগর, মুরাদনগর, কুমিল্লা।

৪০০৯২, ৭৯ আই/১৪

১০ সেপ্টেম্বর মুরাদনগর থানার পানিতে পাকিস্তানি বাহিনীর সাথে  সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন।
২২. শহীদ আব্দুল মান্নান,

পিতাঃ মৃত আলতাফ আলী,

সিদ্ধেশ্বরী, ইউনিয়নঃ ধামগর,

মুরাদনগর, কুমিল্লা

সিদ্ধেশ্বরী, ইউনিয়নঃ ধামগর, মুরাদনগর,

কুমিল্লা।

৪০০৯২, ৭৯ আই/১৪

২৩. শহীদ রফিকুল ইসলাম,

পিতাঃ অজ্ঞাত,

নবীনগর, পশ্চিম মুরাদনগর, কুমিল্লা

মুরাদনগর, ডিআর উচ্চবিদ্যালয় সংলগ্ন।

৩৬১৪৪, ৭৯ আই/১৪

দেশ স্বাধীন হওয়ার প্রাক্কালে ১৫ ডিসেম্বর রাতে বিজয়ের আনন্দ-উল্লাস করতে গিয়ে হঠাৎ গুলিবিদ্ধ হন এবং শহীদ হন। তিনি ডিআর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
২৪. শহীদ মোহাম্মদ আলী হোসেন,

পিতাঃ মৃত মোহাম্মদ সুন্দর আলী, বারুর বাজার পার্শ্ববর্তী,

ইউনিয়নঃ জাফরগঞ্জ,

দেবিদ্বার, কুমিল্লা

বারুর বাজারের পার্শ্ববতী,

ইউনিয়নঃ জাফরগঞ্জ,

দেবিদ্বার, কুমিল্লা।

১২২০৮১, ৭৯ এম/২

৬ সেপ্টেম্বর বারুর বাজারে পাকিস্তানিদের সাথে সামনাসামনি যুদ্ধে তিনি শহীদ হন।
২৫. শহীদ শহিদুল ইসলাম,

পিতাঃ মৃত মোহাম্মদ সুন্দর আলী,

বারুর রাজার পার্শ্ববতী,

ইউনিয়নঃ জাফরগঞ্জ,

দেবিদ্বার, কুমিল্লা

বারুর বাজারের পার্শ্ববতী,

ইউনিয়নঃ জাফরগঞ্জ,

দেবিদ্বার, কুমিল্লা।

১২১০৬৮, ৭৯ এম/২

২৬. শহীদ মোঃ শহিদু ইসলাম,

পিতাঃ মৃত রোস্তম আলী,

বারুর বাজার পার্শ্ববতী,

ইউনিয়নঃ জাফরগঞ্জ,

দেবিদ্বার, কুমিল্লা

বারুর বাজারের পার্শ্ববতী,

ইউনিয়নঃ জাফরগঞ্জ,

দেবিদ্বার, কুমিল্লা

১২১০৮৬, ৭৯ এম/২

২৭. শহীদ মোঃ জয়নাল আবেদীন,

পিতাঃ মোহাম্মদ বাদশা মিয়া,

বারুর বাজার পার্শ্ববতী,

ইউনিয়নঃ জাফরগঞ্জ,

দেবিদ্বার ,কুমিল্লা

বারুর বাজারের পার্শ্ববতী,

ইউনিয়নঃ জাফরগঞ্জ,

দেবিদ্বার, কুমিল্লা

১২১০৭৮, ৭৯ এম/২

২৮. শহীদ আলী মিয়া,

পিতাঃ মৃত ময়নুল হোসেন,

বারুর বাজার পার্শ্ববতী,

ইউনিয়নঃ জাফরগঞ্জ,

দেবিদ্বার, কুমিল্লা

বারুর বাজারের পার্শ্ববতী,

ইউনিয়নঃ জাফরগঞ্জ,

দেবিদ্বার, কুমিল্লা

১২৩০৮৩, ৭৯ এম/২

২৯. শহীদ বাচ্চু মিয়া,

পিতাঃ মৃত সোনা মিয়া,

বারুর বাজার পার্শ্ববতী,

ইউনিয়নঃ জাফরগঞ্জ,

দেবেদ্বার, কুমিল্লা

কালিকাপুর বাজারের

পার্শ্ববর্তী, ইউনিয়নঃ জাফরগঞ্জ,

দেবিদ্বার, কুমিল্লা।

১৩০০৭৬, ৭৯ এম/২

অক্টোবর মাসে জাফরগঞ্জ কালিকাপুর বাজারে পাকিস্তানিদের সাথে সামনাসামনি যুদ্ধে তিনি শহীদ হন।
৩০. শহীদ আব্দুস সামাদ মোল্লা,

পিতাঃ রজব আলী মোল্লা,

বারুর বাজার পার্শ্ববর্তী,

ইউনিয়নঃ জাফরগঞ্জ,

দেবিদ্বার, কুমিল্লা

কালিকাপুর বাজারের

পার্শ্ববর্তী, ইউনিয়নঃ জাফরগঞ্জ,

দেবিদ্বার, কুমিল্লা।

১১৩০৮৩, ৭৯ এম/২

৩১. শহীদ মজিবুর রহমান,

পিতাঃ মৃত হাজী আমজাদ হোসেন,

বারুর বাজার পার্শ্ববর্তী,

ইউনিয়নঃ জাফরগঞ্জ,

দেবিদ্বার, কুমিল্লা

সোয়াগাজী , ইউনিয়নঃ জাফরগঞ্জ, দেবিদ্বার, কুমিল্লা

১৩২০৮৬, ৭৯ এম/২

২১ অক্টোবর সোয়াগাজীতে পাকিস্তানিদের সাথে মুখোমুখি যুদ্ধে তিনি শহীদ হন।
৩২. শহীদ আবু বক্কর সিদ্দিক,

পিতাঃ অজ্ঞাত,

থানাঃ বন্দর ,

জেলাঃ নারায়ণঞ্জ

বাড়েরা, দেবিদ্বার, কুমিল্লা

০৯০৯১, ৭৯ আই/১৪

ভারত থেকে প্রশিক্ষণ শেষে যুদ্ধে যোগদানের উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা দল নিয়ে এলাকার আসার সময় এক রাজাকার দ্বারা পথভ্রষ্ট হয়ে বাড়েরা গ্রামের খালের পাড়ে পাকিস্তানিদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে ৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করে নিজেও পাকিস্তানি সেনার হাতে শহীদ হন ।
৩৩. শহীদ ফুল মিয়া,

পিতাঃ মৃত ইয়াকুব আলী,

জিরবেইশ বাজার, ইউনিয়নঃ

নবাবপুর, চান্দিনা

জির বেইশ বাজার, নবাবপুর, চান্দিনা, কুমিল্লা।

৪৭৮৮৮, ৭৯ আই/১৫

আনসার অধিনায়ক থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং ঐ জির বেইশ এলাকার ১২ ডিসেম্বর পাকিস্তানিদের সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন।
৩৪. শহীদ সৈয়দ আহাম্মদ মিয়া,

পিতাঃ মৃত রওশন আলী,

নাওতলা, গ্রাম ও ইউনিয়নঃ মহিচাইল, উত্তর চান্দিনা, কুমিল্লা

নাওতলা গ্রাম, ইউনিয়নঃ মহিচাইল উত্তর চান্দিনা, কুমিল্লা।

৫৫৯৮০, ৭৯ আই/১৪

১২ ডিসেম্বর এএমএফ হাই স্কুল এলাকায় সম্মুখযুদ্ধে শহীদ হন ।
৩৫. শহীদ সেলিম মিয়া,

পিতাঃ মৃত সাইদুর রহমান,

রায়পুর, দাউদকান্দি , কুমিল্লা

ইরপুর,

ইউনিয়নঃ নবাবপুর,

চান্দিনা, কুমিল্লা।

৩৫৮৬১, ৭৯ আই/১৫

মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণের নিমিত্ত ভারতে যান। সেখানে থেকে অসুস্থ অবস্থায় নবাবপুরে তার মামার বাড়িতে আসেন এবং মৃতবরণ করেন।
৩৬. শহীদ আব্দুল মালেক,

পিতাঃ মৃত আব্দুল হামিদ,

গল্লাই, ইউনিয়নঃ গল্লাই,

চান্দিনা

গল্লাই, ইউনিয়নঃ গল্লাই, চান্দিনা।

০৯৯৮৮৮, ৭৯ আই/১৫

গল্লাই এলাকায় পাকিস্তানিদের সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন।
৩৭. শহীদ আলী আশরাফ ,

পিতাঃ মৃত আঃ জলিল,

গল্লাই, ইউনিয়নঃ গল্লাই,

চান্দিনা।

গল্লাই, ইউনিয়নঃ গল্লাই,

চান্দিনা।

০৭৮৭১, ৭৯ আই/১৫

৩৮. শহীদ রংগু মিয়া,

পিতাঃ মৃত জমিরউদ্দিন,

ভশ্চিগ্রাম বেলঘর, লাকসাম।

ভশ্চিগ্রাম, বেলঘর,

লাকসাম।

৩১৪৭২১, ৭৯ এম/৩

ভশ্চিগ্রামে যুদ্ধরত অবস্থায় পাকিস্তানিদের আটিলারি শেলের আঘাতে শহীদ হন।
৩৯. মনোরঞ্জন সিংহ,

পিতাঃ মৃত বিপিনচন্দ্র সিংহ,

আলীশ্বর , ইউনিয়নঃ পেরুল, লাকসাম

হাড়াতলী, ইউনিয়নঃ

বেলঘর, লাকসাম।

৩৩৪৭১২, ৭৯ এম/৩

২১ অক্টোবর হাড়াতলী গ্রামে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের পাকিস্তানিরা চতুর্দিক থেকে ঘিরে ফেলে এবং এতে মনোরঞ্জন সিংহ সহ আরও ৩ জনকে পাকিস্তানিরা গুলি করে হত্যা করে।
৪০. শহীদ মকলেসুর রহমান,

পিতাঃ মৃত বাকিতুল্লাহ,

শাকরা পীরবাড়ি, ইউনিয়নঃ

পেরুল , লাকসাম

হাড়াতলী, ইউনিয়নঃ বেলঘর, লাকসারম।

৩৩৪৭১২, ৭৯ এম/৩

৪১. শহীদ দেলওয়ার হোসেন,

পিতাঃ মৃত আব্দুদ সোবহান খন্দকার,

ভাবকপাড়া, ইউনিয়নঃ বাকাই, লাকসাম

হাড়াতলী, ইউনিয়নঃ

বেলঘর, লাকসাম।

৩৩৪৭১২, ৭৯ এম/৩

৪২. শহীদ হারুনুর রশিদ,

পিতাঃ মৃত ওসমান গনি, পূর্ব

পদুয়া, ইউনিয়নঃ পশ্চিম

ভাঙ্গড়া, লাঙ্গলকোট

হাড়াতলী, ইউনিয়নঃ

বেলঘর , লাকসাম।

৩৩৪৭১২, ৭৯ এম/৩

৪৩. শহীদ মোস্তফা,

পিতাঃ মৃত হাজী বজলুর রহমান,

বসন্তপুর, ইউনিয়নঃ বাতিশা,

চৌদ্দগ্রাম, কুমিল্লা

বসন্ত, ইউনিয়নঃ

বাতিশা, চৌদ্দগ্রাম।

৪৬২৬০৫, ৭৯ এম/৮

শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা, ইস্ট বেঙ্গল ২ নম্বর সেক্টরের অধীনে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। কুমিল্লা ময়নামতি সেনানিবাসের নিকটবর্তী কুমিল্লা-চট্টগ্রাম রেললাইনের গুরাত্বপূর্ণ একটি স্থান লালমাইয়ে পাকিস্তানি সেনাদের সাথে যুদ্ধ করে তিনি শহীদ হন।
৪৪. শহীদ আলী আকবর,

পিতাঃ অজ্ঞাত,

ঠিকানাঃ অজ্ঞাত

ভারতের অভ্যন্তরে অবস্থিত। এপ্রিল মাসের শেষ দিকে মুক্তিবাহিনীর সদস্যরা তখন দেশের ভেতরে চৌদ্দগ্রাম থানায় প্রবেশ করার জন্য তখন মরিয়া হয়ে ওঠেন। নয়াবাজার এলাকার মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানিদের এক প্রচন্ড যুদ্ধ হয়। তিনি অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ পরিচালনা করেন এবং শহীদ হন। তাঁর সমাধি ভারতের অভ্যন্তরে অবস্থিত।
৪৫. শহীদ রাজা মিয়া,

পিতাঃ অজ্ঞাত,

ঠিকানাঃ অজ্ঞাত

ভারতের অভ্যন্তরে অবস্থিত। এপ্রিল মাসে নয়াবাজারে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহিদ হন।
৪৬. শহীদ আলী দারোগা,

পিতঃ অজ্ঞাত,

হাসানপুর রেল স্টেশন,

মোকড়া, লাঙ্গলকোট

হাসানপুর রেল স্টেশন,

মোকড়া, লাঙ্গলকোট।

৩৮৯৫৩৭, ৭৯ এম/৪

পাকিস্তানিদের হাতে যুদ্ধের সময় ধরা পড়ে গুলিতে শহীদ হন।

 

৪৭. শহীদ মোস্তাক আহমেদ,

পিতাঃ অজ্ঞাত,

তুলাতলী, গ্রাম ও ইউনিয়নঃ

পাঁচগাছিয়া, দাউদকান্দি

তুলাতলী, গ্রাম ও ইউনিয়নঃ পাঁচগাছিয়া, দাউদকান্দি।

২৬৯০৭, ৭৯ আই/১১

২০ নভেম্বর দাউদকান্দি থানায় গোয়ালমারিতে পাকিস্তানিদের সাথে মুক্তিবাহিনীর এক প্রচন্ড যুদ্ধ হয়। এ যুদ্ধে মোস্তাক আহমেদ শহীদ হন।
৪৮. শহীদ মনিরুল ইসলাম,

পিতাঃ মৃত মোঃ সাহেব আলী,

পঞ্চবটি, মাথাভাঙ্গা, হোমনা।

পঞ্চবটি , মাথাভাঙ্গা,

হোমনা।
৭৯১৪৯, ৭৯ আই/১০

মেজর ( অব. ) গিয়াস উদ্দিন বীরপ্রতীক ( তৎকালীন যুদ্ধে মেজর ) এর নতৃত্বে ডিসেম্বরের প্রথম দিকে পঞ্চবটিতে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এ যুদ্ধে তিনি শহীদ হন।