কুমিল্লা জেলার গণকবরসমূহের তালিকা
স্থানের নাম ও ঠিকানা, এবং জিআর, ম্যাপ শিট নম্বর |
ঘটনার বর্ণনা | শহীদদের নাম |
১. ধনঞ্জয়,
গ্রাম ও ইউনিয়নঃ পাঁচথুবি কোতয়ালি, কুমিল্লা। ৩৫৭৯৭৪, ৭৯ এম/৩ |
ঐ গ্রামবাসীর বর্ণনা থেকে জানা যায় যে আমড়াতলী কৃষ্ণপুরে পাকিস্তানিদের সাথে মুক্তিবাহিনীর প্রচন্ড যুদ্ধ হয়। পরাজিত পাকিস্তানিরা ফিরে যাওয়ার সময় ধনঞ্জয় গ্রামের ১ টি বাড়িতে আশ্রয়গ্রহণকারী বিভিন্ন বয়সের ২৮ জন পুরুষ ও মহিলাকে নির্বিচারে গুলি করে হত্যা করে। পরে ঐ গ্রামে তাঁদের গণকবর দেওয়া হয়। | শহীদ মোঃ সরাফত আলী,
শহীদ মিসেস হামিদা বানু, শহীদ মোঃ শামসুল হক খন্দকার, শহীদ মোঃ কেরামত আলী, শহীদ আব্দুল হাসিম, শহীদ মোঃ চক্কু মিয়া, শহীদ মন্তাজ আলী, শহীদ আব্দুল মতিন, শহীদ হাফেজা খাতুন, শহীদ আহম্মেদ আলী, শহীদ শহিদুন বিবি, শহীদ বকুল আখতার, শহীদ মোঃ জালাল, শহীদ শিল্পী আক্তার, শহীদ মোঃ তাহের, শহীদ ছৈয়দ আলী, শহীদ ফরচান বিবি, শহীদ আব্দুর রাজ্জাক, শহীদ রাবেয়া খাতুন, শহীদ জোহরা বেগম, শহীদ হাজেরা বেগম, শহীদ ছালেহা বেগম, শহীদ জসিম উদ্দিন, শহীদ সেলিম মিয়া, শহীদ রজব আলী, শহীদ রমিজ উদ্দিন, শহীদ রহিম আলী ও শহীদ মোছাঃ মেহেরুন নেওয়া। |
২. রসুলপুর রেল স্টেশনসংলগ্ন আমড়াতলী, কোতায়ালি ( সদর ) কুমিল্লা।
৩০৭৯৯৯, ৭৯ ম/৩ |
এপ্রিল মাসে পাকিস্তানিরা ঐ এলাকায় অ্যামবুশের মাধ্যমে আনুমানিক ৪০ জন লোককে গুলি করে হত্যা করে গণকবর দেয় । | অজ্ঞাত |
৩. দেবিদ্বার থানা প্রাথমিক শিক্ষা কল্যাণ সমিতিসংলগ্ন,
দেবিদ্বার। ০৫১০৪, ৭৯ আই/৪ |
এ স্থানে পাকিস্তানিরা ২১ জনকে এক লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে হত্যা করে এবং গণকবর দেয়। | অজ্ঞাত |
৪. হাসানপুর পুকুরপাড়,
মোকড়া, লাঙ্গলকোট। ৩৮৫৫৩৯, ৭৯ এম/৪ |
এ স্থানে পাকিস্তানিদের হাতে অজ্ঞাত সংখ্যক লোক শহীদ হন এবং এখানে গণকবর দেওয়া হয়। | অজ্ঞাত |
৫. হোমনা কলেজ প্রাঙ্গণ,
হোমনা সদর, হোমনা। ৬৩১৯৭, ৭৯ আই/১৪ |
পাকিস্তানি বাহিনী সাধারণ লোককে ধরে এনে হত্যা করে মাটিতে পুঁতে রাখে।
এখানে আনুমানিক ৭০০-৮০০ জন লোককে গণকবর দেওয়া হয়। |
অজ্ঞাত |