You dont have javascript enabled! Please enable it! চাঁদপুর জেলার বন্দিশিবিরসমূহের তালিকা - সংগ্রামের নোটবুক

চাঁদপুর জেলার বন্দিশিবিরসমূহের তালিকা

ক্রমিক নম্বর স্থানের নাম, ঠিকানা এবং জিআর, ম্যাপ শিট নম্বর ঘটনার বর্ণনা
১. বড়ো স্টেশন,

চাঁদপুর রেল স্টেশন , চাঁদপুর।

৭৩৯৬৪৬, ৭৯ আই/১২

৮ এপ্রিল থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ চলাকালে এই শক্তিশালী ক্যাম্পে নিরীহ বাঙালিদের নির্যাতন করতো।
২. ফরিদগঞ্জের বন্দিশিবির,

ফরিদ্গঞ্জ সাব-রেজিস্ট্রি

অফিস, ফরিদ্গঞ্জ, চাঁদপুর।

৮৩৫৫৩৭, ৭৯ আই/১২

ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের সাথে এটি অবস্থিত। পাকিস্তানিরা স্থানীয় রাজাকারদের সহযোগিতায় রাতের অন্ধকারে নির্যাতন করে নিরীহ বাঙালিদের হত্যা করতো।
৩. হামিদিয়া জুট মিল ও জুনাব

আলী ময়দান,

হাজিগঞ্জ হামিদিয়া জুট মিলস,

হাজিগঞ্জ, চাঁদপুর।

৯৫৫৬৭৩, ৭৯ আই/১৫

 

আগস্ট মাসে জুনাব আলী ময়দানে একটি দ্বিতল ভবন রাজাকারদের প্রধান বন্দিশালায় পরিণত হয়। এখানে নির্যাতন শেষে মহিলা ও মুক্তিযোদ্ধাদের হত্যা করা হতো।

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!