শেষের অংশটুকু দুর্বল চিত্তের মানুষেরা দেখবেন না।
১৯৭১ সালে “বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা” নামক একটি সাংস্কৃতিক দলকে নিত্যদিনের তৎপরতা ও অভিজ্ঞতাকে সেলুলয়েডে ধরে রাখেন একজন মার্কিন চলচ্চিত্রকার লিয়ার লেভিন। ১৯৯০ সালে উদ্ধার করে এর সাথে কিছু দলিল যুক্ত করেন তারেক ও ক্যাথরিন মাসুদ।