You dont have javascript enabled! Please enable it! মুক্তিযোদ্ধা কোটা - রাখা উচিৎ? না বাতিল করা উচিৎ? - সংগ্রামের নোটবুক

পাঠক কী মনে করেন?
টপিকস – মুক্তিযোদ্ধা কোটা
:::::::::::::::::::::::::::::::::::
কেউ বলেন, স্বাধীনতা যুদ্ধ হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। কোটা হচ্ছে বৈষম্য। কেউ বলেন, মুক্তিযোদ্ধারা ত্যাগ স্বীকার না করলে স্বাধীনতা আসতো না। চাকরী তো পরের কথা। আবার কেউ বলেন, মুক্তিযোদ্ধারা বিনা স্বার্থে যুদ্ধে গেছেন। এখন তাদের সন্তান কেন চাকরীকে অধিকার মনে করে? কেউ বলেন, সত্যিকারের যোদ্ধার সন্তান হলে কোটা সুবিধা চাইত না। কেউ বলেন, বর্তমান পরিস্থিতিতে যেভাবে যুদ্ধাপরাধীদের দল ভারী হয়েছে, তাতে চাকরী নয়দেশের স্বার্থেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে চাকরীতে আসতে হবে। — টপিকসটা পুরনো হলেও ডকুমেন্ট নিয়ে যারা কথা বলার যোগ্যতা রাখেন সেইসব বিবেকবান মানুষের অংশগ্রহণ চাচ্ছি। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও অভিমান করে না থেকে কথা বলবেন প্লিজ।
তর্ক অনেক হয়েছে। ঠিক এই মুহূর্তে আপনার মতামত কী?

(শর্ত – কেউ ব্যক্তিগত আক্রমণ বা গালিগালাজ করবেন না।)
#মুক্তিযোদ্ধা_কোটা

পাঠক কী মনে করেন?টপিকস – মুক্তিযোদ্ধা কোটা :::::::::::::::::::::::::::::::::::কেউ বলেন, স্বাধীনতা যুদ্ধ হয়েছে…

Posted by সংগ্রামের নোটবুক on Saturday, March 30, 2019