রাজাপুর গণহত্যা লালমনিরহাট
যুদ্ধ দিনে রাজাপুর এলাকাটি কোনোভাবেই নিরাপদ ছিল না। তবুও ভারতে ইতোপূর্বে গমনকৃত শরণার্থীদের দুঃসহ জীবনযাপনের কথা জেনে এবং জন্মভিটার প্রতি পিছুটান থেকে বেশ কিছু হিন্দু পরিবার বিপদ রাজাপুর গ্রামে নিজ বাড়িতেই থেকে যান। দেশ যখন স্বাধীনতার দ্বারপ্রান্তে এ রকম অবস্থায় নভেম্বরের ২১ তারিখ রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানিরা আকস্মিক রাজাপুর গ্রামে অভিযান করে। রাজাকার ও পাকিস্তানিদের মিলিত অভিযান টের পেয়ে কেউ কেউ পালাতে সক্ষম হলেও অনেকেই পাকিস্তানিদের হাতে ধৃত হন। ঐদিন পাকিস্তানিরা রাজাপুর গ্রামের ২০ জন নিরীহ নাগরিককে হত্যা করে। যাঁদের মধ্যে ৯ জন হিন্দুকে এক সারিতে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে গণহত্যা করে। শুধু তাই নয় সেদিন ব্যাপক লুটতরাজ ও অগ্নিসন্ত্রাসও করে তারা। সেদিনের গণহত্যার শিকার হিন্দু সম্প্রদায়ের শহিদদের মধ্যে যাঁদের নাম জানা গেছে তাঁরা হলেন—
ক্র. | নাম | পিতা/স্বামীর নাম | ঠিকানা |
১ | শহিদ সুধির চন্দ্র বর্মণ | অজ্ঞাত | রাজাপুর, লালমনিরহাট |
২ | শহিদ হাগুড়া বর্মণ | অজ্ঞাত | রাজাপুর, লালমনিরহাট |
৩ | শহিদ ভাবানন্দ বর্মণ | অজ্ঞাত | রাজাপুর, লালমনিরহাট |
৪ | শহিদ বিনয় চন্দ্র রায় | অজ্ঞাত | রাজাপুর, লালমনিরহাট |
৫ | শহিদ পুলিন চন্দ্র বর্মণ | অজ্ঞাত | রাজাপুর, লালমনিরহাট |
৬ | শহিদ যতীন্দ্রনাথ রায় | অজ্ঞাত | রাজাপুর, লালমনিরহাট |
৭ | শহিদ কালীপদ মোহন্ত | অজ্ঞাত | রাজাপুর, লালমনিরহাট |
৮ | লক্ষীকান্ত বর্মণ | অজ্ঞাত | রাজাপুর, লালমনিরহাট |
(পূর্ণাঙ্গ তালিকা নয়)
সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন– এসএম আব্রাহাম