লালমনিরহাট থানার শহিদদের অসম্পূর্ণ তালিকা
একাত্তরে রেলশহর লালমনিরহাট হয়ে ওঠে রক্তাক্ত জনপথ। বিপুল সংখ্যক অবাঙালির বসবাস বাঙালির জন্য হয়ে ওঠে নরকসম। অবাঙালিরা ছিল সাক্ষাৎ আজরাইল। তারা যে শুধু গণহত্যাই করেছে তা নয়, তারা শহর ও গ্রামের মানুষের বাড়িঘরও লুটতরাজ করেছে। লালমনিরহাটে বিমানবন্দর ও রেলওয়ে বিভাগ থাকায় এ শহরের নিয়ন্ত্রণ রাখতে পাকিস্তানিরা ছিল নৃশংসতম। তাদের গণহত্যা, লুটতরাজ ও অগ্নিসংযোগে শহরটি মহাশ্মশান রূপ নেয়। এখানে বিপুল সংখ্যক মা-বোন সতীত্ব বিসর্জনে বাধ্য হন। পাকিস্তানিদের লালসার শিকার হন অসংখ্য মা-বোন। এখানে হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনও ভীষণভাবে নিগৃহীত হন। তাঁদের জীবনদানের সংখ্যা কম নয়। রেলশহরে চাকুরি এবং বাণিজ্য করতে আসা নানা অঞ্চলের মানুষেরা পাকিস্তানিদের গণহত্যার শিকার হন লালমনিরহাটে যাঁদের পরিচয় জানা যায়নি। এ পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায় ও গণহত্যার শিকার নারী-পুরুষ যাঁদের নাম পাওয়া গেছে তাঁরা হলেন—
সদর থানা
ক্র. | নাম | পিতা/স্বামীর নাম | ঠিকানা |
১ | শহিদ সোলেমন নেছা | মৃত তমিজ উদ্দিন খান | থানাপাড়া, লালমনিরহাট |
২ | শহিদ সেরাজুন্নেছা | মৃত আজহার উদ্দিন খান | থানাপাড়া, লালমনিরহাট |
৩ | শহিদ শাহানারা খানম বুলু | আজহার উদ্দিন খান | থানাপাড়া, লালমনিরহাট |
৪ | শহিদ শাহিদা খানম মিনু | আজহার উদ্দিন খান | থানাপাড়া, লালমনিরহাট |
৫ | শহিদ শাহনাজ খানম ছায়া | আজহার উদ্দিন খান | থানাপাড়া, লালমনিরহাট |
৬ | শহিদ ময়না বিবি | স্বামী-শহিদ আকালু শেখ | থানাপাড়া, লালমনিরহাট |
৭ | শহিদ হাজেরা খাতুন | শহিদ আকালু শেখ | থানাপাড়া, লালমনিরহাট |
৮ | শহিদ মেহের বানু | শহিদ আকালু শেখ | থানাপাড়া, লালমনিরহাট |
৯ | শহিদ নূর বানু | স্বামী-তোরাব আলী | থানাপাড়া, লালমনিরহাট |
১০ | শহিদ সাহেরা খাতুন | তোরাব আলী | থানাপাড়া, লালমনিরহাট |
১১ | শহিদ খোদেজা বেগম | তোরাব আলী | থানাপাড়া, লালমনিরহাট |
১২ | শহিদ জয়নব বেগম | তোরাব আলী | থানাপাড়া, লালমনিরহাট |
১৩ | শহিদ রহিমা খাতুন | মৃত হাসান আলী | থানাপাড়া, লালমনিরহাট |
১৪ | শহিদ রাবেয়া খাতুন | শহিদ রহিমুদ্দিন মিয়া | থানাপাড়া, লালমনিরহাট |
১৫ | শহিদ রহিমা খাতুন | সোনাউল্ল্যাহ | ফুলগাছ, লালমনিরহাট |
১৬ | শহিদ সুভাষিণী বর্মণ | চন্দ্রকান্ত বর্মণ | সাপটানা, ধনিটারী, লালমনিরহাট |
১৭ | শহিদ রাজমণি বর্মণী | রাজমোহন বর্মণ | ধনিটারী, লালমনিরহাট |
১৮ | শহিদ নেছোময়ী বর্মণী | অজ্ঞাত | অজ্ঞাত |
১৯ | শহিদ সালেহা খাতুন | মৃত মোহাম্মদ আলী মণ্ডল | সাহেবপাড়া, লালমনিরহাট |
২০ | শহিদ রেনু | মৃত মোহাম্মদ আলী মণ্ডল | সাহেবপাড়া, লালমনিরহাট |
২১ | শহিদ শিল্পী বেগম | মৃত মোহাম্মদ আলী মণ্ডল | সাহেবপাড়া, লালমনিরহাট |
২২ | শহিদ হাসনা বানু | মৃত মোহাম্মদ আলী মণ্ডল | সাহেবপাড়া, লালমনিরহাট |
২৩ | শহিদ জ্যোৎসনা বানু | স্বামী-নাসির উদ্দিন মন্ডল | সাহেবপাড়া, লালমনিরহাট |
২৪ | শহিদ নাছিমা খাতুন | নাসির উদ্দিন মন্ডল | সাহেবপাড়া, লালমনিরহাট |
২৫ | শহিদ মিনতি রাণী দাস | মৃত চারু দাস | সাহেবপাড়া, লালমনিরহাট |
২৬ | শহিদ কাতিময়ী বর্মণী | ফটিক বর্মণ | গেন্দলটারী, লালমনিরহাট |
২৭ | শহিদ মিনতি রাণী দাস | চারু দাস | সাহেবপাড়া, লালমনিরহাট |
২৮ | শহিদ পঞ্চনন নন্দ | অজ্ঞাত | ঢঢোগাছ, লালমনিরহাট |
২৯ | শহিদ রামজীবন | অজ্ঞাত | ঢঢোগাছ, লালমনিরহাট |
৩০ | শহিদ ডাউয়া রবিদাস | সোভরধন রবিদাস | বানয়ারদিঘি, লালমনিরহাট |
৩১ | শহিদ ধনঞ্জয় কুমার সিংহ | অজ্ঞাত | আইরখামার গণহত্যায় শহিদ |
৩২ | শহিদ উমেশ চন্দ্র দাস | অজ্ঞাত | আইরখামার গণহত্যায় শহিদ |
৩৩ | শহিদ দানিয়েল দাস | অজ্ঞাত খ্রিস্টান সম্প্রদায় | আইরখামার গণহত্যায় শহিদ |
৩৪ | শহিদ বনমালী রায় | অজ্ঞাত | আইরখামার গণহত্যায় শহিদ |
৩৫ | শহিদ নরহরি শীল | অজ্ঞাত | আইরখামার গণহত্যায় শহিদ |
৩৬ | শহিদ যজ্ঞেশ্বর | অজ্ঞাত | আইরখামার গণহত্যায় শহিদ |
৩৭ | শহিদ খোকা রায় | অজ্ঞাত | আইরখামার গণহত্যায় শহিদ |
৩৮ | শহিদ বিষ্ণু চরণ মোহন্ত | অজ্ঞাত | আইরখামার গণহত্যায় শহিদ |
৩৯ | শহিদ বিনয় দাস | চারু দাসা | সাহেবপাড়া, লালমনিরহাট |
৪০ | শহিদ খোকা | অজ্ঞাত | সাহেবপাড়া, লালমনিরহাট |
৪১ | শহিদ বিনয় দাস | মৃত দারু দাস | সাহেবপাড়া, লালমনিরহাট |
৪২ | শহিদ বিনোদ বিহারী সাধু | অজ্ঞাত | মিশনরোড, লালমনিরহাট |
৪৩ | শহিদ কালিচরণ বর্মণ | মহিম চন্দ্র বর্মণ | গেন্দলটারী, লালমনিরহাট |
৪৪ | শহিদ বেষ্ট বর্মণ | শিয়ালু বর্মণ | মাঝপাড়া, লালমনিরহাট |
৪৫ | শহিদ হেলা চন্দ্র | অজ্ঞাত | গোশালা বাজার |
৪৬ | শহিদ রতন চন্দ্র বর্মণ | ডাঃ রামানন্দ বর্মণ | মিশনরোড, লালমনিরহাট |
৪৭ | মণিন্দ্রনাথ বর্মণ | পূর্ণা বর্মণ | গেন্দলটারী লালমনিরহাট |
৪৮ | শহিদ ধর্মনারায়ণ রায় ভুল্লু | প্রসাদ রায় | উত্তর সাপটানা |
৪৯ | শহিদ গঙ্গা বর্মণ | অভস্যা বর্মণ | গেন্দলটারী, লালমনিরহাট |
৫০ | শহিদ মান্দুরাম বর্মণ | হাউয়া বর্মণ | গেন্দলটারী, লালমনিরহাট |
৫১ | শহিদ ডুমোর চন্দ্র বর্মণ | পালিশ চন্দ্র | উত্তর সাপটানা |
৫২ | শহিদ পঞ্চানন বর্মণ | নকরু বর্মণ | গেন্দলটারী, লালমনিরহাট |
৫৩ | শহিদ নাড়িয়া বর্মণ | টনল্লা চন্দ্র বর্মণ | মাস্টারপাড়া |
৫৪ | শহিদ টেপুরাম বর্মণ | বদলু বর্মণ | গেন্দলটারী, লালমনিরহাট |
৫৫ | শহিদ সভ্যরাম বর্মণ | কাতিরাম বর্মণ | মাস্টারপাড়া |
৫৬ | শহিদ ভূবনেশ্বর বর্মণ | দূর্গাকান্ত বর্মণ | গেন্দলটারী, লালমনিরহাট |
৫৭ | শহিদ ডানিয়েল দাস | শহিদ উমেশ চন্দ্র দাস
খ্রিস্টান সম্প্রদায় |
ওয়েরলেস কলোনী, লালমনিরহাট |
৫৮ | শহিদ স্যামুয়েল দাস ছোটন | শহিদ উমেশ চন্দ্র দাস
খ্রিস্টান সম্প্রদায় |
ওয়েরলেস কলোনী, লালমনিরহাট |
৫৯ | শহিদ উমেশ চন্দ্র দাস | গনেশ চন্দ্র দাস | ওয়েরলেস কলোনী |
৬০ | শহিদ রমেশ চন্দ্র নন্দী | কৃষ্ণ গোপাল নন্দী | থানাপাড়া, লালমনিরহাট |
৬১ | শহিদ বলাই চন্দ্র নন্দী | শহিদ রমেশ চন্দ্র নন্দী | থানাপাড়া, লালমনিরহাট |
(পূর্ণাঙ্গ তালিকা নয়)
সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন– এসএম আব্রাহাম