You dont have javascript enabled! Please enable it!

উত্তর রণাঙ্গনের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের তালিকা

সমগ্র দেশের ন্যায় ন্যায় উত্তরবঙ্গে ব্যাপক সংখ্যক নারী ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন। এদের খুবই সামান্য অংশ তাঁদের উপর সংঘটিত নৃশংসতার বিবরণ দিয়েছেন। লাজ লজ্জার ভয়ে প্রায় সকলেই কষ্টগাঁথা নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। যে অল্পসংখ্যক নিজেদের উপর সাধিত অন্যায়কে জনসম্মুখে তুলে ধরেছেন তাদের মধ্যে অধিকাংশই আবার বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার তালিকা ভূক্ত হতে পারেননি। এ পর্যন্ত যাঁরা এ তালিকায় এসেছেন তাঁদের নাম ও ঠিকানা দেয়া হলো।

ঠাকুরগাঁও

ক্র. বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার নাম পিতা/স্বামীর নাম জেলা
সুমী বাসুগী পিতা মুগল বাসুগী রাউতনগর, রাণীশংকৈল
মালেকা পিতা জমরত আলী নিয়ানপুর, রাণীশংকৈল
নিহারীনিদাস পিতা বনহরি সরকার শিদলী, রাণীশংকৈল
নূরজাহান বেগম পিতা মনির উদ্দিন পকম্বা, গোগর, রাণীশংকৈল
হাফেজা বেগম পিতা হাফিজ উদ্দিন রাউতনগর, রাণীশংকৈল
মনি কিসকু শহিদ মঙ্গল কিসকু রাউতনগর, রাণীশংকৈল
তমিনা বেওয়া স্বামী তৈয়ব আলী লালাপুর, কালমেঘ, বালিয়াডাঙ্গি
আমেনা বেওয়া পিতা সাতাই রহমান রাউতনগর, রাণীশংকৈল
হাসিনা খাতুন স্বামী আব্দুর রহমান কাড়াবাড়ি, গোগর, রাণীশংকৈল
১০ ঝড়ো বেওয়া ঠঁটুরাম লেহেম্বা, গোগর, রাণীশংকৈল
১১ মোকলেসা জরমত আলী রাজবাড়ি, গোগর, রাণীশংকৈল
১২ জবেদা খাতুন মহিউদ্দিন সরকার রাউতনগর, রাণীশংকৈল
১৩ টেপরী বেওয়া পিতা মুছিরাম বলিদ্বারা, রাণীশংকৈল
১৪ মাজেদা স্বামী তসলিম উদ্দিন রাউতনগর, রাণীশংকৈল
১৫ হনুফা পিতা সাহাবুদ্দিন রায়পুর, রাউতনগর, রাণীশংকৈল
১৬ আমেনা বেগম  পিতা জরমত আলী নিয়ানপুর (দক্ষিণ), রাণীশংকৈল
১৭ মুক্তিযোদ্ধা রউসনারা বেগম পিতা ওসমান গণি রাউতনগর, রাণীশংকৈল
১৮ ঝর্না রাণী মণ্ডল পিতা যাদব চন্দ্র কেউটান, রাউতনগর, রাণীশংকৈল
১৯ জমেলা খাতুন পিতা আব্দুল গফুর শ্যামাডাঙ্গী, পেগেড়, রাণীশংকৈল
২০ সীতা হেমরান পিতা বড়োরাম রাউতনগর, রাণীশংকৈল
২১ শ্রীমতি তিত্তবালা পিতা মনোরঞ্জন পাল কেউটান, রাউতনগর, রাণীশংকৈল

গাইবান্ধা

ক্র. বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার নাম পিতা/স্বামীর নাম জেলা
হামিদা বেগম শাহবান আলী উত্তর উড়িয়া, গুনভরি, ফুলছড়ি
ছাপাতন বেওয়া পিতা ছাবেদ শেখ গুচ্ছগ্রাম, বনগ্রাম, সাদুল্লাহপুর
রাজকুমারী রবিদাস ফুলমতি পিতা অর্জুন রবিদাস সাদুল্লাহপুর সদর, সাদুল্লাহপুর

রংপুর

ক্র. বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার নাম পিতা/স্বামীর নাম জেলা
মনছুরা বেগম স্বামী গোলাম মোস্তফা কাছনা তকিয়ার পাড়, সদর, রংপুর
আনোয়ারা বেগম পিতা ওহায়েদ আলী রাধাবল্লভ, রংপুর সদর, রংপুর
আয়শা বেগম পিতা আমানুল্লাহ তাজহাট ক্যান্টনমেন্ট কলোনী, আলমনগর

কুড়িগ্রাম

ক্র. বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার নাম পিতা/স্বামীর নাম জেলা
মজিরন পিতা ময়েজ খন্দকার পশ্চিম ছাট গোপালপুর, ফুলকুমার, ভূরুঙ্গামারী
রহিমা খাতুন পিতা রহিমুদ্দিন হুরকা মামুদ কালে, খলিলগঞ্জ, কুড়িগ্রাম সদর
দেলো বেওয়া পিতা বাটাল মামুদ কালে, খলিলগঞ্জ, কুড়িগ্রাম সদর
মজিদা বেগম পিতা মহির উদ্দিন পাঠানাপাড়া খলিলগঞ্জ, কুড়িগ্রাম সদর
ছালেহা বেওয়া পিতা খছিয়ত কালে, নতুন স্টেশনপাড়া, খলিলগঞ্জ, কুড়িগ্রাম সদর
বছিরন বেওয়া পিতা বকিয়ত উল্ল্যা কালে, খলিলগঞ্জ, কুড়িগ্রাম সদর
শ্রীমতি তরুবালা পিতা বাবুরাম বানিয়া কালে, খলিলগঞ্জ, কুড়িগ্রাম সদর
ফাতেমা বেগম পিতা নূর বকস মোগলবাসা, কুড়িগ্রাম সদর
খোতেজা বেগম পিতা খৈমুদ্দিন সরকার টাপুভেলাকোপা, কুড়িগ্রাম সদর
১০ খুকী বেগম পিতা দেবার কালে, খলিলগঞ্জ, কুড়িগ্রাম সদর
১১ গেন্দি বেওয়া পিতা টুসকু মামুদ কালে, খলিলগঞ্জ, কুড়িগ্রাম সদর
১২ হাছিনা বেগম পিতা হেসকারী শেখ ভাটিগ্রাম, উলিপুর, কুড়িগ্রাম

লালমনিরহাট

ক্র. বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার নাম পিতা/স্বামীর নাম জেলা
অমিচা বেগম স্বামী শামসুজ্জামান চাকলাদার মধ্যমকাদনা, ভেলাগুড়ি, হাতিবান্ধা, লালমনিরহাট
মমেনা স্বামী মোঃ আব্দুল হাই মধ্যগড্ডিমারী, মিলনবাজার, হাতিবান্ধা
খতিনা বেগম স্বামী গমোর উদ্দিন দক্ষিণ সির্ন্দুনা, হাতিবান্ধা
ছালেহা বেগম স্বামী নেহাল উদ্দিন দক্ষিণ সির্ন্দুনা, হাতিবান্ধা
মমেনা বেগম এছর উদ্দিন রমণীগঞ্জ, বড়খাতা, হাতিবান্ধা

(পূর্ণাঙ্গ তালিকা নয়)

সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন– এসএম আব্রাহাম

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!