You dont have javascript enabled! Please enable it! মুক্তাঞ্চলে উত্তোলিত স্বাধীন বাংলার পতাকার কারিগর নারী সংগ্রামী রিজিয়া বেগম - সংগ্রামের নোটবুক

মুক্তাঞ্চলে উত্তোলিত স্বাধীন বাংলার পতাকার কারিগর নারী সংগ্রামী রিজিয়া বেগম

রিজিয়া বেগম ব্রহ্মপুত্র নদ বেষ্টিত পিছিয়ে পড়া রৌমারীর অগ্রসর নারী ছিলেন। পেশায় অতিথি পরায়ণ ‍গৃহিণী, শিক্ষা ও সংস্কৃতিতে তিনি ছিলেন আদর্শস্থানীয়। রৌমারীর মতন চরাঞ্চলে পিছিয়ে পড়া নারী সমাজকে তিনি সম্পৃক্ত করেছিলেন রাজনৈতিক অধিকার আদায়ের লড়াইয়ে। শুধু তাই নয়, সে লড়াইয়ে তিনি নেতৃত্বও দিয়েছিলেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে উত্তাল মার্চে রৌমারীতে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত যে পতাকাটি উত্তোলন করা হয়েছিল সেটির কারিগর ছিলেন তিনি। তিনি নিজের সেলাই মেশিন দিয়ে নিজেই দু’টি পতাকা তৈরি করেছিলেন যার একটি রৌমারীতে অপরটি আসামের গৌহাটি বিধান সভার সামনে উত্তোলন করা হয়েছিল।
তাঁর পতাকা সেলাই এর মেশিনটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ‘শাশ্বত বাংলা জাদুঘর’ রংপুরে বর্তমানে প্রদর্শনী গ্যালারিতে সংরক্ষিত আছে। তিনি প্রগতিশীল নারী সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ ও মহিলা আওয়ামী লীগের রৌমারী উপজেলার সভানেত্রী ছিলেন। অগ্রদূত সম্পাদক আজিজুল হক এর সহধর্মী হওয়ার সুবাদে রাত জেগে জেগে বানান বিভ্রাট দূর করাসহ পর্দার পেছন থেকে অগ্রদূত সম্পাদনার কাজে তিনিও সহযোগী ছিলেন।

সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন- এসএম আব্রাহাম