সৈয়দপুর রেলওয়ে কর্মচারি গণহত্যা
পাকিস্তানি বাহিনী প্রথম থেকে শেষ পর্যন্ত সৈয়দপুরকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তাদের প্রধান সহযোগী ছিল বিপুল সংখ্যক অবাঙালি। এই সকল অবাঙালিদের সহযোগিতায় সমগ্র সৈয়দপুরে পাকিস্তানিরা কায়েম করে নরকসম অবস্থা। তারা যেমন স্থানীয় সংসদ সদস্য ডা. জিকরুল হক সহ বিপুল সংখ্যক হিন্দু মুসলিম বাঙালিকে ধরে নিয়ে সৈয়দপুরে মাড়োয়ারি গণহত্যা করে। সৈয়দপুরে পাকিস্তানিরা সহস্রাধিক হিন্দুকে হত্যা করে। এছাড়াও পাকিস্তানিরা রেলওয়ের কর্মচারিদের হত্যা করে। বিভিন্ন সূত্র থেকে দেখা যায়, সৈয়দপুর রেলওয়েতে ১৩৩ জন রেলকর্মচারিকে বিভিন্ন সময়ে হত্যা করে পাকিস্তানি বাহিনী। যার মধ্যে বেশ কয়েকজন হিন্দু ছিলেন। যাঁদের নাম পাওয়া গেছে তাঁরা হলেন—
ক্র. | শহিদদের নাম | পদবী/কর্মস্থল | শহিদ হবার দিন | ঠিকানা |
১ | শহিদ রাম চন্দ্র রায় | খালাসী। সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ | ৮/৪/১৯৭১ | দিনাজপুর |
২ | শহিদ অমৃত মণ্ডল | ইলেট্রিক্ট ওয়েলডার সৈয়দপুর রেলওয়ে | ১৬/৪/১৯৭১ | অজ্ঞাত |
৩ | শহিদ যোগেষ বর্মা | কামার। ডাব্লিউ এম সৈয়পুর রেলওয়ে | ২০/৪/১৯৭১ | অজ্ঞাত |
৪ | শহিদ অমিয় ভূষণ সরকার | ক্লার্ক ডিসিওএস অফিস। সৈয়দপুর রেলওয়ে | ১৯/৫/১৯৭১ | অজ্ঞাত |
৫ | শহিদ রণজিৎ কুমার সরকার | জুনিয়র চার্জম্যান। সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ | ১৩/৬/১৯৭১ | কুমিল্লা |
(পূর্ণাঙ্গ তালিকা নয়)
সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন- এসএম আব্রাহাম