You dont have javascript enabled! Please enable it! পালপাড়া শ্মশানঘাট বধ্যভূমি, নীলফামারী - সংগ্রামের নোটবুক

পালপাড়া শ্মশানঘাট বধ্যভূমি নীলফামারী

এই পাড়াটি হিন্দু অধ্যুষিত। এখানে একাত্তরে ব্যাপক গণহত্যা করে পাকিস্তানি বাহিনী। যাদের হত্যা করা হতো তাদেরকে পাশে চিকলী ব্রিজের কাছে ও পালপাড়া শ্মশানঘাটে ফেলে আসত। তাঁদের কাউকেই ধর্মমতে সমাহিত করা হয়নি। ওই বধ্যভূমিতে দু’টিতে অসংখ্য হিন্দু-মুসলিমের লাশ একত্রে মিশে গিয়েছে। আহার হয়েছে কুকুর-শৃগালের। কিছু লাশ পানিতে ভেসে গিয়ে সলিল সমাধি হয়েছে। ঐ বধ্যভূমিতে পাকিস্তানিদের নরহত্যার শিকার হয়েছেন যারা তাদের সকলের নাম উদ্ধার করা সম্ভব হয়নি। এ যাবতকালে যে কয়েকজনের নাম জানা গেছে তাঁরা হলেন—

ক্র. শহিদের নাম পিতা/স্বামী ঠিকানা
শহিদ করুণাকান্ত রায় অজ্ঞাত সোনারায়, নীলফামারী
শহিদ যতীন দাস অজ্ঞাত পলাশবাড়ী, গাইবান্ধা
শহিদ ভূপেন্দ্রনাথ দাস অজ্ঞাত সোনারায়, নীলফামারী
শহিদ স্বদেশ কুসুম রায় অজ্ঞাত সোনারায়, নীলফামারী
শহিদ খর্গ নারায়ণ অজ্ঞাত পলাশবাড়ী, নীলফামারী
শহিদ মণি নারায়ণ অজ্ঞাত পলাশবাড়ী, নীলফামারী
শহিদ ভাদু অজ্ঞাত পলাশবাড়ী, নীলফামারী
শহিদ ঝড়িয়া দাস অজ্ঞাত পলাশবাড়ী, নীলফামারী
শহিদ ঠাকুর দাস অজ্ঞাত পলাশবাড়ী, নীলফামারী
১০ শহিদ মনভোলা অজ্ঞাত পলাশবাড়ী, নীলফামারী
১১ শহিদ জমি বেওয়া অজ্ঞাত হাজীপাড়া, নীলফামারী
১২ শহিদ কল্পনা বেগম অজ্ঞাত সংগলসী, নীলফামারী
১৩ শহিদ আছিমন অজ্ঞাত সংগলসী, নীলফামারী
১৪ শহিদ টুনু অজ্ঞাত উকিলপাড়া, নীলফামারী

(পূর্ণাঙ্গ তালিকা নয়)

সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন– এসএম আব্রাহাম