You dont have javascript enabled! Please enable it! নীলফামারী সদরের সংখ্যালঘু সম্প্রদায়ের শহিদদের তালিকা - সংগ্রামের নোটবুক

নীলফামারী সদর

নীলফামারী সদরের বিভিন্ন পাড়ায় বহুজনই শহিদ হয়েছেন। তার মধ্যে বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি ছিলেন। সকলের নাম জানা না গেলেও এ যাবৎ যাঁদের নাম সংগ্রহ করা সম্ভব হয়েছে তাঁরা হলেন—

ক্র. শহিদের নাম পিতা/স্বামী ঠিকানা
শহিদ সত্যারঞ্জন সরকার (অজ্ঞাত) চাল ব্যবসায়ী সদর, নীলফামারী
শহিদ নরেশ চন্দ্র রায় বিশিষ্ট ব্যবসায়ী সদর, নীলফামারী
শহিদ ব্রজনাথ ঘোষ বোথা বাবু বিশিষ্ট ব্যবসায়ী সদর, নীলফামারী
শহিদ স্বপন কুমার ঘোষ শহিদ ব্রজনাথ ঘোষ সদর, নীলফামারী
শহিদ অহিন্দ্রনাথ চক্রবর্তী মন্দিরের পুরোহিত ছিলেন আদিবাস ফরিদপুর
শহিদ তপন কুমার ঘোষ শহিদ ব্রজনাথ ঘোষ সদর, নীলফামারী
শহিদ ডাঃ হেমন্ত বিশিষ্ট ব্যবসায়ী সদর, নীলফামারী
শহিদ সম্ভু বাবু বিশিষ্ট ব্যবসায়ী সদর, নীলফামারী
 শহিদ ঘিনা রাম রায় চেয়ারম্যান কুন্দপুকুর সদর, নীলফামারী
১০ শহিদ সারদা রায় কৃষক সদর, নীলফামারী
১১ শহিদ সত্যরঞ্জন সরকার বীরমুক্তিযোদ্ধা সদর, নীলফামারী
১২ শহিদ খগেশ্বর বর্মণ অজ্ঞাত সদর, নীলফামারী
১৩ শহিদ লাল চাঁদ রায় অজ্ঞাত সদর, নীলফামারী
১৪ শহিদ ঝাড়িয়া বর্মণ অজ্ঞাত সদর, নীলফামারী
১৫ শহিদ খর্গ নারায়ণ অজ্ঞাত সদর, নীলফামারী
১৬ শহিদ সারদা কৈ অজ্ঞাত সদর, নীলফামারী

(পূর্ণাঙ্গ তালিকা নয়)

সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন– এসএম আব্রাহাম