You dont have javascript enabled! Please enable it!

কালিগঞ্জ ব্যারেজ গণহত্যা ও বধ্যভূমি, নীলফামারী

নীলফামারীর জলঢাকায় কালিগঞ্জ ব্যারেজে পাকিস্তানিদের একটি শক্ত অবস্থান ছিল। পাকিস্তানিরা এই ব্যারেজের নিয়ন্ত্রণ ৮ এপ্রিলের মধ্যে নিয়ে নেয়। ব্যারেজ দখলের আগে সেখানে মুক্তিযোদ্ধাদের সাথে প্রবল লড়াই হয়। পাকিস্তানিদের ভারী অস্ত্রের কাছে মুক্তিযোদ্ধারা সীমিত অস্ত্রের ক্ষয় করা যুক্তিসঙ্গত মনে না করে কৌশলে ডিফেন্স প্রত্যাহার করে পরবর্তী ব্যাপক প্রস্তুতির জন্য পাটগ্রাম ও ভারতে কৌশলগত অবস্থান নেন। সেখান থেকে মাঝে মধ্যেই মুক্তিযোদ্ধারা আওয়াজ দিতেন। ফলে মুক্তিযোদ্ধাদের অবস্থান শনাক্তের জন্য পাকিস্তানিরা জোর প্রচেষ্টা নেয়। পাকিস্তানিরা কালিগঞ্জ এলাকা দখল নেয়ার পর ৮ এপ্রিল থেকে আশপাশের গ্রামগুলোতে দালালদের সহযোগিতায় ব্যাপক লুণ্ঠন ও অগ্নিসন্ত্রাস করে। এর প্রতিউত্তরে মাঝে মাঝে রাতের বেলায় পাকিস্তানিদের অবস্থানের আশপাশে মুক্তিযোদ্ধারা ছোট ছোট অপারেশন শুরু করেন। এতে করে পাকিস্তানিরা বেশ বিরক্ত ছিল। পাকিস্তানিদের বেপরোয়া মনোভাবে স্থানীয় বালাপাড়ার হিন্দু পরিবারগুলোর নারী সদস্যরা কতিপয় পুরুষ সদস্যসহ আগেই ভারতে শরণার্থী শিবিরে আশ্রয় নেন। যে সকল পুরুষ সদস্য ছিলেন তারা একইপথে ভারতে গমনেচ্ছু অন্যান্য এলাকা থেকে আসা শরণার্থীদের সাথে ২৭ এপ্রিল ভারতে গমনের পথে কালিগঞ্জ ক্যানেলের পাশে জলঢাকা অভিমুখে যাত্রা করা পাকিস্তানি আর্মির একটি বহরের কাছাকাছি হয়ে যায়। পাকিস্তানি সৈন্যরা তখন ৫টি জীপে করে জলঢাকার অভিমুখে যাচ্ছিল। এতে করে ভারত গমনেচ্ছুরা পাকিস্তানি সেনাদের মুখোমুখি পড়ে যান। শরণার্থীরা কিছু বোঝার আগেই পাকিস্তানি বাহিনী ভারতমুখী শরণার্থী টিমটির উপরে নির্মমভাবে মেশিনগান দিয়ে ব্রাশ ফায়ার করে। তাদের ব্রাশফায়ারে তিন শত শরণার্থীর মধ্যে দুই শতাধিকের বেশি সেখানে শহিদ হন। এই গণহত্যায় পাকিস্তানিদের প্রত্যক্ষ সহযোগী ছিলেন পাকিস্তানি দালাল জনৈক আনোয়ার হোসেন চৌধুরী। পরে তার নির্দেশে কালিগঞ্জ ক্যানেলের পাশেই হতভাগ্যদের মাটি চাপা দেয়া হয়। এ সকল শহিদের শবদেহ পঁচে গলে মাটির সাথে মিশে যায়। কিছু কিছু শবদেহ কুকুর-শৃগালের আহারে পরিণত হয়েছিল। ঐ হত্যাকাণ্ডের শিকার সকলের নাম উদ্ধার সম্ভব হয়নি। দূর-দূরান্ত থেকে আসা শরণার্থীদের নাম জানা না গেলেও স্থানয়ীয় বালাপাড়ার কিছু শহিদের নাম জানা গেছে তাঁর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু ছিলেন যাঁরা হচ্ছেন—

ক্র. শহিদের নাম পিতা/স্বামী ঠিকানা
শহিদ কেরকোস রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
শহিদ দ্বারিকানাথ রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
শহিদ রাধিকা মোহন্ত (রাটিকা) অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
শহিদ খোকা মোহন্ত অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
শহিদ দেবেন হাজরা (হাড়ী) অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
শহিদ খগেশ্বর রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
শহিদ উষ্ণ কান্ত রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
শহিদ চৈতন বর্মণ অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
শহিদ রাতা মোহন রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
১০ শহিদ উমাকান্ত অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
১১ শহিদ জগোকান্ত রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
১২ শহিদ গাদলা রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
১৩ শহিদ লালমোহন রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
১৪ শহিদ নীলমোহন রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
১৫ শহিদ টুরু রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
১৬ শহিদ মহিন্দ্রনাথ রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
১৭ শহিদ গোপাল রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
১৮ শহিদ চটিরাম রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
১৯ শহিদ রামলাল রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
২০ শহিদ শচীমোহন রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
২১ শহিদ গিরিশচন্দ্র রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
২২ শহিদ গেদা রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
২৩ শহিদ খগেন রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
২৪ শহিদ অশ্বিনী কুমার অধিকারী অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
২৫ শহিদ কাশী ভূবন অধিকারী অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
২৬ শহিদ ফণিভূষণ অধিকারী অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
২৭ শহিদ অনাথ চন্দ্র অধিকারী অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
২৮ শহিদ রণজিৎ চন্দ্র অধিকারী অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
২৯ শহিদ লাল্টু রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৩০ শহিদ যতীন্দ্রনাথ রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৩১ শহিদ শান্তুনু রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
৩২ শহিদ রাখাল চন্দ্র রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
৩৩ শহিদ প্রিয়নাথ অধিকারী অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
৩৪ শহিদ রাজমোহন রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
৩৫ শহিদ খগেন্দ্রনাথ রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
৩৬ শহিদ অমূল্য রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৩৭ শহিদ বিপিন চন্দ্র রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
৩৮ শহিদ শুধাংশু রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
৩৯ শহিদ ভূপেন চন্দ্র বর্মণ মহেন্দ্র নাথ বর্মণ পুর্বদেবু, তাম্বুলপুর, পীরগাছা
৪০ শহিদ টেনু বর্মণ অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
৪১ শহিদ শশী ভূষণ অধিকারী অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
৪২ শহিদ খোপেন রায় অজ্ঞাত কালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী
৪৩ শহিদ গেন্থরমোহন রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৪৪ শহিদ সুখেন রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৪৫ শহিদ গিরিশচন্দ্র রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৪৬ শহিদ মহেশ অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৪৭ শহিদ মহেশের ছোট ভাই অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৪৮ শহিদ চেতন বর্মণ অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৪৯ শহিদ জীগেন্দ্রনাথ রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৫০ শহিদ শিশু রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৫১ শহিদ নীলকান্ত রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৫২ শহিদ কেরকেরু রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৫৩ শহিদ ঝড়িয়া বর্মণ রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৫৪ শহিদ অনন্ত বর্মণ রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৫৫ শহিদ সীমেন্দ্রনাথ রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৫৬ শহিদ যোগেশ চন্দ্র রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৫৭ শহিদ ললিতমোহন রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৫৮ শহিদ খোকন মহন্ত অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৫৯ শহিদ তারা মোহন রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৬০ শহিদ কান্বা বর্মণ অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৬১ শহিদ পোয়াতু বর্মণ অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৬২ শহিদ পিয়ন চন্দ্র রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৬৩ শহিদ শুকধন রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৬৪ শহিদ খিরোদ বর্মণ রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৬৫ শহিদ নবীন চন্দ্র রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৬৬ শহিদ কেরকেরু রায় (২) অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৬৭ শহিদ বিবেন্দ্র বর্মণ রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৬৮ শহিদ শৈলেন রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৬৯ শহিদ হেমচন্দ্র অধিকারী অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৭০ শহিদ কিশোর চন্দ্র শীল অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৭১ শহিদ পরাখ রায় (পরাদ্দ) অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৭২ শহিদ সুরেন রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৭৩ শহিদ শ্রীকান্ত শীল অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৭৪ শহিদ সুরেন্দ্র চন্দ্র রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৭৫ শহিদ পাতারু রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৭৬ শহিদ হেমন্ত শীল অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৭৭ শহিদ ক্ষিতিশ মহন্ত অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৭৮ শহিদ নলিনীকান্ত রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৭৯ শহিদ দিতেন্দ্রনাথ অধিকারী অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৮০ শহিদ বিজয় কৃষ্ণ অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৮১ শহিদ যতীন্দ্রনাথ রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৮২ শহিদ সুধীর রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৮৩ শহিদ বিনোদ রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৮৪ শহিদ নবকান্ত রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৮৫ শহিদ মুকুন্দ রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৮৬ শহিদ শুকারু রায় অজ্ঞাত বালাপাড়া, কালিগঞ্জ, জলঢাকা
৮৭ শহিদ ধীরেন্দ্র নাথ অজ্ঞাত জলঢাকা, নীলফামারী

(পূর্ণাঙ্গ তালিকা নয়)

সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন- এসএম আব্রাহাম

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!