You dont have javascript enabled! Please enable it!

শরৎ মন্ডল-এর মৃত্যু বিবরণ

নাজিমখান এলাকার বিশিষ্ট ভূস্বামী ছিলেন শরৎ চন্দ্র মন্ডল যিনি স্থানীয়ভাবে শরৎ মন্ডল নামেই সমধিক পরিচিত ছিলেন। তিনি ধনাঢ্য ব্যক্তি ছিলেন। শিক্ষার বিস্তারে তাঁর অবদান ছিল। দানশীল ব্যক্তি হিসেবে তাঁর বেশ নাম ডাক ছিল। একাত্তরে যুদ্ধ শুরু হলে অনেক পরিবারের অনেকেই শরণার্থী হিসেবে ভারতে গমন করলেও তিনি যান নাই। পূর্ব পুরুষের বসতভিটার মায়া ত্যাগ করে তিনি ভারতে যান নাই। একদিন পাকিস্তানের দালালেরা স্থানীয় জব্বার চেয়ারম্যানের নির্দেশ ও সহযোগিতায় শরৎ মন্ডলের বাড়িতে আক্রমণ করে লুটতরাজ সংঘটিত করে। তাঁর গোলার সকল ধান, গোয়ালের অর্ধ শতাধিক গরু-ছাগল, আসবাবপত্র, সোনাদানা লুট করে। শুধু তাই নয় বাড়ির মন্দিরের ঠাকুর ঘরে আক্রমণ চালিয়ে প্রতিমা ভাঙচুর করে। এই দৃশ্য তিনি নিজে অবলোকন করেন। সেখান থেকে সহায় সম্পদ হারিয়ে তিনি শুধু প্রাণ হাতে নিয়ে লুটতরাজের পরপরই শরণার্থী হিসেবে ভারতমুখী হন। তিনি ভারতে প্রবেশের আগে সেই শোকে পথিমধ্যে হার্ট এ্যাটাক করে মৃত্যুবরণ করেন।

সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন- এসএম আব্রাহাম

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!