বীরাঙ্গনাদের নাম
এ অঞ্চলে হাজারও মা-বোন পাকিস্তানিদের লালসার শিকার হয়েছিলেন। শুধু তাই নয় নরপিশাচ পাকিবাহিনী অসংখ্য মহিলাদের ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করেছিল। এর মধ্যে তিনশ পঁচিশজন বীরাঙ্গনার নাম পাওয়া গেছে। নিম্নে তাঁদের নাম উল্লেখ করা হলো।
মরিজা খাতুন, মলিকা খাতুন, মোনওয়ারা খাতুন, সামন্ত খাতুন, আয়মাল খাতুন, মাজেদা খাতুন, মরিয়ম খাতুন, হাজেরা খাতুন, শাহেদা খাতুন,
হেলা খাতুন, কাজলী খাতুন, লাল ভানু, বুলবুলি খাতুন, চুনচুনি খাতুন, নূরজাহান মাউরী খাতুন, আছমা খাতুন, জাবেদা খাতুন, টপী খাতুন, আবেদা খাতুন, মাফিজা খাতুন, রাবেয়া খাতুন, রাশেদা খাতুন, রত্না বেগম, রোকেয়া খাতুন, সাহেরা খাতুন, শাহানা খাতুন, ফুলবি খাতুন, গফিরন্নেছা, শেফালী বেগম, জমিলা খাতুন, মাকসুদু খাতুন, বেলী বেগম, লাইলী নাহার, ইলেখা খাতুন, বুকুল বেগম, জহুরা খাতুন, অহিলা খাতুন, মরীয়ম খাতুন, আজে খাতুন, রূপী খাতুন, আসমা খাতুন, বুলবুলি খাতুন, শিউলী খাতুন, শেফালী খাতুন, শ্রীমতি শীপা রাণী, গোলেজান বেগম, সুন্দরী বেগম, লিলি খাতুন, বিলকিস আক্তার, দুলালী খাতুন, লিপি খাতুন, আঞ্জুমান আরা, মর্জ্জিনা খাতুন, লাভলী খাতুন, জুলেখা খাতুন, তারা বানু মোর্শেদা খাতুন, সাবেরা খাতুন, শাবানা খাতুন, জেলী বেগম, রহিমা খাতুন, গোলাপী খাতুন, ময়ালী খাতুন, জহুরা বেগম, শাহীনুর বেগম মল্লিকা খাতুন, সুফিয়া খাতুন, সাহার ভানু, মেরিনা খাতুন, লাইলী খাতুন, সোনাভান্নেছা, মেরিনা বেগম, লাইলী, সোনাবান, আছমা খাতুন, হাজেরা, অমিতন নেছা, সুলতানা রাজিয়া, অকিমা খাতুন, মজিদা খাতুন, অলেকা খাতুন, অমেলা খাতুন, আফরুজা খাতুন, বেবী জামান, হামিদা খাতুন, সায়লা খাতুন, খুকি মনি, আয়েশা বেগম, ফরিদা বেগম, সাহেরা বেগম, পাকিজ্বা খাতুন, ফরিদা বেগম, মলিকা খাতুন, নেইনী খাতুন, সূর্য খাতুন, হেনা বেগম, রশিদা খাতুন, আয়েশা ছিদ্দিকা, আমিনা খাতুন, আয়েশা খাতুন, হোসনে আরা, মনোয়ারা, জমিলা, তারা বেগম, শ্রীমতি জ্যোস্না রাণী, আসমা খাতুন, আলপনা খাতুন, ছাহেরা খাতুন, বুলবুলী খাতুন, রত্না বেগম, রেনু বেগম, রহিমা খাতুন, জরিনা খাতুন, শান্তনা খাতুন, মালেকা খাতুন, কোমলা খাতুন, মোমেনা খাতুন, সালেমা খাতুন, রোকেয়া খাতুন, শরীফা আক্তার জাহান, শাজীনা আক্তার জাহান, তহুরুন নেছা মাকছুদা বেগম, মুনমুন খাতুন, তপসী খাতুন, তাসনা বেগম, আরেফা খাতুন, অৎফা খাতুন, আনোয়ারা খাতুন, সালেহা খাতুন, মরিয়ম খাতুন, ফিরোজা খাতুন, ফতেমা খাতুন, জাহিদা খাতুন, আহেলা খাতুন, শাহীনুর বেগম, ফাতেমা বেগম, নাসিমা খাতুন, শামছুন্নাহার, জেলী খাতুন, জাহিদা খাতুন, নাজরীনা খাতুন, মঈর কানি খাতুন, আমিনা, ডেমছি খাতুন, আফরুজা সাথী বেগম, বকুল খাতুন, পারুল বেগম, খোদেজা খাতুন, আনজুমানারা, জোলেমন নেছা, আফরুজা খাতুন, বেগমা খাতুন, মিনি খাতুন, মহফেলা খাতুন, নুরজাহান বেগম, জামিলা খাতুন, জ্যোস্না বেগম, আজিরণ নেছা, মছিমা খাতুন, মুক্তা বেগম, রুবি খাতুন, হেলেনা খাতুন, মিনি বেগম, মরিয়ম বেগম, শাহেদা খাতুন, মীনি আক্তার, জরিফুন্নেছা, মরিয়ম বেগম, আসমা খাতুন, গোলাপী খাতুন, আয়না মতি বেগম, বিলকীস বেগম, রশিদা বেগম, কল্পনা খাতুন, রাশেদা খাতুন, নাসীমা খাতুন, ফেন্সী বেগম, জয়নবা খাতুন, খাদিজাতুন্নেছা, বকুল বেগম, চায়না খাতুন, শ্রীমতি রেখা রাণী, আফরুজা খাতুন, সফুরা খাতুন, অমেলা খাতুন, মোমেনা খাতুন, লিলি খাতুন, আম্বিয়া খাতুন, সবুরা খাতুন, আলোমা খাতুন, সায়েরা বেগম, লিলি খাতুন, মোমেনা খাতুন, মঞ্জুয়ারা খাতুন, আফরুজা খাতুন, লিলি খাতুন, শিউলি খাতুন, সামছুন্নাহার, বিউটি খাতুন, ফেন্সী খাতুন, আলতা বানু, রিনু বেগম, গোলাপী খাতুন, শিল্পী খাতুন, অছিয়া বেগম, সাহেরা বেগম, রশিদা বেগম, আছিয়া খাতুন, হেনা খাতুন, চুনচুনী (গোলাপি) খাতুন, বুলবুলি খাতুন, জানু খাতুন, শিউলী খাতুন, ফতেমা খাতুন, পারুল খাতুন, শাহানা বেগম, জাফানা খাতুন, আম্বিয়া খাতুন, হাওয়া খাতুন, রহিমা খাতুন, শেফালী বেগম, শিরি বেগম, মনিজা খাতুন, পান্না খাতুন, সুফিয়া খাতুন, মথিলা খাতুন, জোলেমন নেছা, মুক্তা খাতুন, রহিমা খাতুন, নূর জাহান আরা, সাহেরা খাতুন, সাবেরা খাতুন, আয়শা খাতুন, জমিলা খাতুন, শাহিদা খাতুন, ফুয়ারা খাতুন, রূপবানু খাতুন, নূরজাহান বেগম, রেজিরা খাতুন, জ্যোস্না খাতুন, আযেদা খাতুন, অবলা, আরজিনা খাতুন, তাসলিমা খাতুন, সানোয়ারা খাতুন, মরিয়ম খাতুন, চন্দ্রবান নেছা, সেলিনা আক্তার জাহান, মুরতী বানু, হাজেরা খাতুন, মাহমুদা খাতুন, ফেন্সী বেগম, তানজিলা খাতুন, মনোয়ারা খাতুন, মোরশেদা বানু, শিউলী বেগম, তাহকীফা সরকার, সূর্যা খাতুন, আবেদা সুলতানা, আজেদা বানু, জাকিয়া খাতুন, হাজেরা বেগম, পাপিয়া বেগম, ফরিদা খাতুন, মরিয়ম বেগম, লিলি খাতুন, মিনি খাতুন, হাওয়া খাতুন, রুবিয়া খাতুন, রাশেদা বেগম, কায়িমন নেছা, কাওয়াইশী বেগম, জোবেদা খাতুন, নূরজাহান বেগম, আমিনা খাতুন, রাবিয়া খাতুন, মহুয়া খাতুন, জ্যোস্না আরা খাতুন, ফেলানী খাতুন, আকালী খাতুন, তাহমীনা খাতুন, সরলরেখা খাতুন, হাজেরা খাতুন, মিনীয়া খাতুন, বুলি খাতুন, মাফিজা খাতুন, ফাতেমাতুজ্জহুরা, সবুজ জান খাতুন, ময়ালী খাতুন, শ্রীমতি রাজ কুমারী দেবী, শ্রীমতি সুভধ্রা রানা, সরকার, শ্রীমতি বাসন্তী রাণী সরকার পাকিস্তানি সেনা ও তাদের দোসরদের ধর্ষণ ও হত্যার শিকার হন।
(পূর্ণাঙ্গ তালিকা নয়)
সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন- এসএম আব্রাহাম