You dont have javascript enabled! Please enable it! ব্যাপারী পাড়া বধ্যভূমি, কুড়িগ্রাম - সংগ্রামের নোটবুক

ব্যাপারী পাড়া বধ্যভূমি

কুড়িগ্রাম জেলা শহরে জেলখানার ঠিক পশ্চিমেই ব্যাপারী পাড়া। ব্যাপারী পাড়ার দক্ষিণ-পশ্চিমদিকে চিলমারী-কুড়িগ্রাম রেললাইনের ঠিক পূর্বদিকে আলহাজ্ব আজিজুল হক ব্যাপারী (ঝড়ু হাজী) সাহেব, সিদ্দিকুর রহমান ও আব্দুস ছাত্তার ব্যাপারীদের একটি বিরাট বাঁশঝাড় ছিল। বর্ষায় পানি নিষ্কাশনের জন্য ওই বাঁশঝাড়ের মধ্যদিয়ে একটি ড্রেন ছিল। লাইনের পূর্বপাড়ের বিশাল এলাকার সকল পানি বর্ষাকালে এ নালা দিয়েই প্রবাহিত হয়ে দক্ষিণে নাগদহ বিলে গিয়ে পড়ত। ব্যাপারী পাড়ার নিকটেই জেলখানা ও সি এন্ড বি রেস্ট হাউজে পাকিস্তানিদের ক্যাম্প ছিল। আবার অল্প পশ্চিমে নতুন রেল স্টেশনেও পাকিস্তানিদের ক্যাম্প ছিল। পাকিস্তান আর্মিরা রেলযাত্রীদের কিংবা শহরের আসা লোকজনদের এ সকল ক্যাম্পে ধরে নিয়ে আসত। তাদের নির্যাতন করত, অনেক নিরীহ বাঙালিকে ক্যাম্পগুলোতে হত্যার পর এই বাঁশঝাড়ের ড্রেনে ফেলে দিয়ে যেত। কুড়িগ্রাম কোর্টের বিশিষ্ট মোহরার শহিদ মজিবর রহমানসহ অনেক নারী ও পুরুষের লাশ এখানে মাটি চাপা দেয়া হয়েছিল। দেশ স্বাধীনের পর এখানে পঁচে যাওয়া শাড়ির টুকরো, চুড়ি অনেক মানব হাড়গোড় পাওয়া যায়। স্থানীয়ভাবে রাজাকার বাহিনীর সদস্য বছির উদ্দিন (ফেলচ গস্তি) এ বিষয়ের সত্যতা স্বীকার করেছিল।

সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন- এসএম আব্রাহাম