You dont have javascript enabled! Please enable it! 1971.08.04 | কোদালকাটি গণহত্যা, কুড়িগ্রাম - সংগ্রামের নোটবুক

কোদালকাটি গণহত্যা

রৌমারীকে নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা থেকে ৪ আগস্ট কোদালকাটির একটি চরে পাক হানাদার বাহিনী অবস্থান গ্রহণ করে। তারা মুক্তিযোদ্ধাদের চাপে কোদালকাটির দখল পরিত্যাগে বাধ্য হয়। যাবার আগে তারা গণহত্যা চালায়। কয়েকটি গ্রাম জ্বালিয়ে দেয়। অসংখ্য নারী ধর্ষিতা হয়। সেদিন সাজাই, কোদালকাটি, শংকর মাধবপুর, ভেলামারী, তেররশি গ্রামের যারা গণহত্যার শিকার ৬০/৬৫ জন তারা হলেন—

ক্র. শহিদের নাম পিতা/স্বামী ঠিকানা
শহিদ রেজিয়া খাতুন স্বামী-আব্দুল আজিজ শংকর মাধবপুর, রাজিবপুর
শহিদ সোয়াগি বেওয়া ফজর মোল্লা শংকর মাধবপুর, রাজিবপুর
শহিদ ডালিমন বেগম মকবুল আলী মুন্সী ভেলামারী, রাজিবপুর
শহিদ আয়বি বেগম আজিজ উদ্দিন সেখ তেররশি, রাজিবপুর

সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন– এসএম আব্রাহাম