You dont have javascript enabled! Please enable it! 1971.06.02 | দলদলিয়া গণহত্যা, গাইবান্ধা - সংগ্রামের নোটবুক

দলদলিয়া গণহত্যা

পাকিস্তানি বাহিনী ও তাদের স্থানীয় দোসসরা ১৯৭১ এর জুনের ২ তারিখ সাঘাটার বোনারপাড়া ইউনিয়নের হিন্দু অধ্যুষিত দলদলিয়া পাড়ায় ভোর রাতে আক্রমণ করে। হানাদারদের ভয়ংকর আক্রমণে নিরীহ গ্রামবাসীর ঘুম ভেঙে যায়। তারা লুটতরাজ করে ঘর বাড়িতে অগ্নিসংযোগ করে। তাদের নির্যাতনে শিকার হয় বহু নিরীহ গ্রামবাসী। পাকিস্তানি বাহিনী ২৫ জন গ্রামবাসীকে আটক করে ফুলছড়ি ক্যাম্পে নিয়ে যায়। সেখানে আটককৃতদের উপর অমানসিক নির্যাতন চালানো হয়। ভোট দেয় নাই বিবেচনায় সুধীর চন্দ্র পাল, পিতা নগেন্দ্র নাথ সরকার; হরিশ চন্দ্র সরকার, পিতা রুহিনীকান্ত সরকার ও বিজয় কুমার সরকার, পিতা জ্যোতিষ চন্দ্র সরকার এই তিনজনকে ছেড়ে দেয়। বাকি ২২ জনকে ফুলছড়ি বধ্যভূমিতে নিয়ে আসে হত্যার জন্য। পথিমধ্যে বাবুরাম নামে একজন কৌশলে পালাতে সক্ষম হন। অবশিষ্ট ২১ জনকে ব্রাশ ফায়ার করে এঁদের মধ্যে ভূবন মোহন নামে একজন গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে যান। সেটি টের পেলে বর্বর পাকিস্তান সেনারা তাঁকে আবার বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। পরে সেখানে তাঁর লাশ পড়ে থাকে। পরে সেখানে কাউকে কাউকে মাটি চাপা দেয়া সম্ভব হলেও অনেকের ভাগ্যে তাও জোটেনি। তাঁরা জল ও মাটিতে মিশে গেছেন। কেউ কেউ শকুন ও কুকুর শৃগালের আহার হয়েছিলেন।

দলদলিয়া গণহত্যার হতভাগ্য শহিদের নাম—

ক্র. শহিদের নাম পিতা/স্বামী ঠিকানা
শহিদ রাজচন্দ্র সরকার কাশীনাথ সরকার দলদলিয়া, বোনারপাড়া
শহিদ মহেন্দ্রনাথ সরকার রাম কুমার সরকার দলদলিয়া, বোনারপাড়া
শহিদ রুহিনীকান্ত সরকার গেন্দুরাম সরকার দলদলিয়া, বোনারপাড়া
শহিদ বনবাসী সরকার বোদারাম সরকার দলদলিয়া, বোনারপাড়া
শহিদ রাখালচন্দ্র সরকার গধাধর সরকার দলদলিয়া, বোনারপাড়া
শহিদ গৌরচন্দ্র সরকার গোবিন্দ চন্দ্র সরকার দলদলিয়া, বোনারপাড়া
শহিদ বসন্ত কুমার সরকার বোচারাম সরকার দলদলিয়া, বোনারপাড়া
শহিদ অশ্বিনী কুমার মোহন্ত ভরসারাম মোহন্ত দলদলিয়া, বোনারপাড়া
শহিদ দেবক চন্দ্র সরকার কমল চন্দ্র সরকার দলদলিয়া, বোনারপাড়া
১০ শহিদ শ্রীদাম চন্দ্র মোহন্ত পবনরাম মোহন্ত দলদলিয়া, বোনারপাড়া
১১ শহিদ ভিক্ষুরাম সরকার রামমোহন সরকার দলদলিয়া, বোনারপাড়া
১২ শহিদ ভূবন মোহন সরকার রুপচান সরকার দলদলিয়া, বোনারপাড়া
১৩ শহিদ শরৎ চন্দ্র সরকার রুপদাস সরকার দলদলিয়া, বোনারপাড়া
১৪ শহিদ বাচ্চা চন্দ্র সরকার বাচারাম সরকার দলদলিয়া, বোনারপাড়া
১৫ শহিদ নিশিকান্ত সরকার রামমোহন সরকার দলদলিয়া, বোনারপাড়া
১৬ শহিদ আকালুরাম চৌধুরী রামমোহন চৌধুরী দলদলিয়া, বোনারপাড়া
১৭ শহিদ গগণ চন্দ্র সরকার গদাধর সরকার দলদলিয়া, বোনারপাড়া
১৮ শহিদ কামিনীকান্ত মোদক উমাকান্ত মোদক দলদলিয়া, বোনারপাড়া
১৯ শহিদ নিরঞ্জন সরকার রামেন্দ্রনাথ সরকার দলদলিয়া, বোনারপাড়া
২০ শহিদ রতিচন্দ্র সরকার উদ্রুতকান্ত সরকার দলদলিয়া, বোনারপাড়া
২১ শহিদ শচিন্দ্র চন্দ্র সরকার হরচন্দ্র সরকার দলদলিয়া, বোনারপাড়া

(পূর্ণাঙ্গ তালিকা নয়)

সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন– এসএম আব্রাহাম