সুন্দরগঞ্জ গণহত্যা
এছাড়াও সমগ্র যুদ্ধকালে সুন্দরগঞ্জ থানায় পাকিস্তানি বাহিনী বহু বাঙালিকে হত্যা করেছিল। সুন্দরগঞ্জ থানা সদরে সার্কেল অফিসারের অফিসের নিকটে গোয়ালঘাটে পাকিস্তানি বাহিনী ১০টির মতন গণহত্যা সংঘটিত করে। ওই সকল গণহত্যায় দুই শতাধিক নিরীহ বাঙালি শহিদ হয়েছেন। হত্যার পর তাঁদের গোয়ালঘাটে মাটি চাপা দেয়া হয়। যাঁদের মধ্যে অনেক হিন্দু নর-নারী ছিলেন—
ক্র. | শহিদের নাম | পিতা/স্বামী | ঠিকানা |
১ | শহিদ যোগন্দ্রনাথ সরকার | অজ্ঞাত | সুন্দরগঞ্জ, গাইবান্ধা |
২ | শহিদ মণিন্দ্র কুমার সাহা | অজ্ঞাত | সুন্দরগঞ্জ, গাইবান্ধা |
৩ | শহিদ তরণীকান্ত দাস | অজ্ঞাত | সুন্দরগঞ্জ, গাইবান্ধা |
৪ | শহিদ যোগেন্দ্র নাথ সরকার | উপাসু রাম সরকার | তারাপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা |
(পূর্ণাঙ্গ তালিকা নয়)
সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন– এসএম আব্রাহাম